![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু সকালের সূচনা এমন ভাবে হয় যেন মনে হয়, সারাদিন খুব ভাল যাবে। আধো আধো ঘুমে আলগা চোখে পিট-পিট করে চোখ খুলে প্রথমেই জানালা দিয়ে বাহিরে দেখলাম। আকাশ থেকে গুড়ি-গুড়ি হয়ে খশে পরছে মেঘ-বাদল কিংবা একগাদা ভেষে থাকা জলীয়বাষ্প। আমার এই চঞ্চল ব্যাস্ত শহর কে মোড়ে বসে এক কাপ চা এর আমন্ত্রণ জানাচ্ছে আগুন্তক এই বৃষ্টির সংগঠন।
হিমেল হাওয়ার দল ইতিমধ্যে পুনরায় কাঁথা মুড়ি দেওয়াতে বাধ্য করেছে একদল পালঙ্ক প্রেমিকে। আমিও তাদের দলেরই একজন ঘুম কাতুর সদস্য। টিভি-চ্যনেলের বিজ্ঞাপনের মত বার বার যদি এমন বৃষ্টি নামতো তাহলে আমি ও চা মামারা বেজায় খুশি হলেও পথচারীদের পোহাতে হত দুরভোগ। তাতে আমার কি? শহরের বৃষ্টি আমাকে আবিরাম ও গভীর ঘুম উপহার দিয়ে এসেছে সবসময়। আমার এই আলস ফোলা-ফোলা চোখই কৃতজ্ঞতা স্বীকার করে আর বলেঃ এত গুলো মিস কল ??
Lik
©somewhere in net ltd.