নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমার হক

আজ না হয় কাল আমি হবো আমার

ওমার হক

আমি নবীন

ওমার হক › বিস্তারিত পোস্টঃ

মির্জাফর

২৪ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৩২

মির্জাফর যখন বেঁচে, তখন নিশ্চই তারও কিছু সমর্থক ছিল। সিরাজের বিরোধীর সংখ্যাও নেহায়েৎ কম ছিলনা। কিন্তু আজ মির্জাফর একটা গালি, আর সিরাজ হল ট্র্যাজিক হিরো। গোলামের অনেক জারজ সরব, নীরব প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থক বাংলাদেশে গিজগিজ করছে। কিন্তু তাদের কে শুধু একটা কথাই বলতে চাই, দীর্ঘকাল পরে হলেও ইতিহাস অশুভকে আলাদা করে চিনিয়ে দেয়। গোলাম আজম কখনই ইতিহাসের নায়ক হতে পারবেনা। আর যুদ্ধাপরাধের রায় মাথায় নিয়ে তার মৃত্যু এই ব্যাপারটিকে সহজ করেছে। তার ফাঁসী না হওয়াতে, এবং সরকারের টাকায় হাস্পাতালে জীবনের শেষদিনগুলো অতিবাহিত হওয়ায় অনেকের মত আমিও অসুখী। কিন্তু এই রায়টুকু না হলে তাকে বীরের রুপ দেয়ার চেষ্টা আরো শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হত।এই গোলাম আজমকে যারা ফাঁসী দেয়নি তারা কেন দেয়নি, আর এই গোলাম আজমকে কারা দেশে এনেছিলো এবং প্রতিষ্ঠিত করেছিলো এবং কেন করেছিল এই ব্যাপারগুলো একদিন মানুষের কাছে মির্জাফর-সিরাজের ইতিহাসের মতই পরিষ্কার হবে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৩৫

খেলাঘর বলেছেন:


হায়েনার জীবন আজ শেষ হয়েছে; তার মৃত দেহ যেন বাংলার মাটিতে স্হান না পায় ।

২| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:০৩

রাফা বলেছেন: মির্জাফরের বীর্য থেকেই জন্ম নিয়েছিলো গো.আজম।
তার উত্তরশুরীরা এই বাংলায় হায়েনার মত ওৎ পেতে আছে।
নিপাত যাক...তার সকল উত্তরশুরীরা।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: এইসব পালের গোদা রাজাকারগুলোর কুখ্যাত পাশবিক চেহারা মূর্তি নিয়ে একটা 'দুঃসহ স্মৃতি' স্তম্ভ / ঘৃণ্য স্তম্ভ/স্কয়ার নির্মাণ করা হোক , যেখানে সাধারণ জনগণ ঐ সব রাজাকার স্তম্ভ/মুর্তির গয়ে পাথর ছুঁড়ে মারা জাতীয় কিছু করতে পারবে এবং নতুন প্রজন্ম এইসব রাজাকারদের ব্যাপারে একটা পরিষ্কার ধারনা পাওয়ার আরও একটি উৎস পাবে ।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩১

কলমের কালি শেষ বলেছেন: হুম । হবেই । তবে যারা চোখ মেলে ঘুমাই তাদের কাছে কখনো হবে না ।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৯

এ কে এম রেজাউল করিম বলেছেন: এই গোলাম আজমকে যারা ফাঁসী দেয়নি তারা কেন দেয়নি, আর এই গোলাম আজমকে কারা দেশে এনেছিলো এবং প্রতিষ্ঠিত করেছিলো এবং কেন করেছিল এই ব্যাপারগুলো একদিন মানুষের কাছে মির্জাফর-সিরাজের ইতিহাসের মতই পরিষ্কার হবে।

X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.