![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ না হয় কাল সবাই সত্য জানবেই!! যারা সত্য লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে সক্ষম তাদের কেই বলছিঃ (যদিও আমি সেই কাতারের একজন) সত্যবাদি না হন কিন্তু সত্য গোপনকারি হলে পদে পদে আপনি পরবেন বিপাকে।
সত্য কোন আলতো ঢেকুর নয় যে, চেপে রাখলে হজম করা সম্ভব। সত্য লুকালে সাময়িক নিশ্চিন্তে থাকলেও আলাল কে সাজাতে হয় দুলাল আর দুলালা কে সাজাতে হয় আলাল। ধীরে ধীরে হাজারো আলাল ও দুলাল তৈরী হয়, অভিনয় হয়ে ওঠে ছায়া সঙ্গী, শান্তিলোভে আগিয়ে যাই মিথ্যার আস্রয়ে। তখন আর লাভ নেই, সত্য এখন ক্ষনির তেল আপানার চেষ্টায় তা আর প্রকাশ যোগ্য নয়। কম বয়সী মিথ্যাকে অনুগত করা যায় তবে বয়স্ক মিথ্যা আপন গতিতে চালায় আপনাকে। তাই বলি আজ না হয় কাল সবাই সত্য জানবেই!!
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৭
আল-শাহ্রিয়ার বলেছেন: কথা সত্য