![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরে নাও তুমি, আমি ।
গোধূলি; সমুদ্র নোনা জল আর বালি,
তার সীমানার এপারে হৃদয় আর
ওপারে কখনো জল; না হয়
নগ্ন নোনা পা ।
বুকের পাঁজরে নেয়া ঠাঁই
ভালবাসা তাকে স্রোতধারা বলে,
জোয়ার ভাটা কেবল সীমানা বদলায়
তীর বেয়ে লোকালয় খোঁজে না ।
পায়ে পায়ে যতটুকু আলাপ
নোনা ঢেউ ভাসিয়ে নিয়ে যায়
তার স্পর্শটুকু; আর
অনুভূতি গুলো থেকে যায়
আঙ্গুলের ফাঁকে, তোমার আর আমার ।
©somewhere in net ltd.