নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

পথ ও পথিকের পূরাণ

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০১

কোন এক ভোরবেলা পথিক নেমেছিল পথে।

তখনও সূর্য পথিকের ইচ্ছেনদীটা কে কুসুম রঙে রাঙিয়ে তুলতে পারেনি পুরাপুরি,

আর কাকগুলিও গতরাতের আড়ষ্টতা কাটিয়ে উঠেছিল না।

শুধু রাতের শিশিরে ভিজেছিলো আঙিনার ঘাসগুলি,

পথিক আঙিনা পেরিয়ে নেমে ছিল পথে।

হয়তোবা পথিক জানত না যে সে যখন পথচলা শুরু করবে,

তখন তার সম্পর্কের গহীন অরণ্যটি আস্তে আস্তে আরও গহীনে চলে যাবে।

অথবা পথিক জানত যে,একবার চলা শুরু করলে পথ ছাড়া তার সাথে আর থাকবেনা কেউই।

অতঃপর বিষাদভারাতুর মন নিয়ে সদা বিহ্বল পথিক চলেছিল পথের সাথে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৫

যাযাবর জোনাকি বলেছেন: ভালো লাগলে শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.