নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

শহরে রোদ

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯

আজ শহরের রাস্তায় নেমেছে রোদের বন্যা।

নেমেছে ছাত্র,রিক্সাওয়ালা,দিনমজুর,চাকুরে,

আজ শহরের রাস্তায়,এই ভাঙা রাস্তায়।

ঘামে ধুয়ে যাচ্ছে সকলের শরীর,

ঘামে ধূয়ে যাচ্ছে মন,ঘামে ধূয়ে যাচ্ছে পাপ,

ঘামে ধূয়ে যাচ্ছে বিস্মৃতি।

কোন ধর্ম,জাত বা ধনী গরিবের ভেদাভেদ নেই,

সকলেই পুড়ছে আজ,তীব্র তাপদাহে।

পুড়ছে সিগারেট,পুড়ছে কয়লা,পুড়ছে ভুট্টা,

পুড়ছে ল্যম্প পোস্ট,পুড়ছে ঢোপ কল,পুড়ছে আগাছা,

পুড়ছে পলেথিন,পুড়ছে হৃদয়,পুড়ছে সংসার,

পুড়ে যাচ্ছে সুন্দরী মুখের চামড়া।

পুড়ে যাচ্ছে ছিন্নমূল শিশুটির ক্ষুধার্থ পেট,

পুড়ছে কৃষ্ণচূড়া,লাল গনগনে হয়ে।

আমি অপেক্ষা করছি বৃষ্টির জন্য,

আমাকে ঘিরে সহস্র চোখ,

তাদের প্রত্যেকটিতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত,

আজ এই শহরের রাস্তায়,আমার শহরের রাস্তায়।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.