নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

দুরে,বহুদরে

২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬



আজ তুমি অনেক দূরে।

তোমাকে খূঁজে ফিরি আমি,

চিলের করূন কান্নার সুরে।

আজ তুমি দূরে, বহুদূরে।

শীত আসে ,পাতা ঝরে যায়।

ঝরে যাওয়া পাতা হয়েই,

আমি চেয়েছিলাম তোমায়।

কোন এক নিয়মের বালু ঝড়ে,

তুমি চলে গিয়েছো আমায় ছেড়ে,

অন্য কোন জগতে, দূরে।

আজ তুমি অনেক দূরে।

তোমার স্মৃতির চাদর আমায় জড়িয়ে,

দিতে চায় সামান্য দুঃখের উষ্ণতা।

আজ আমি সময়ের কোলে গড়িয়ে,

পেতে চাই হারানো জীবনের পূর্নতা।

নিজেকেও হারায়েছি বহুদিন হল তাই,

চোখের লোনা জলে স্বপ্নের ছবি এঁকে যাই।

স্বনের মাঝে আমি তোমায় খুঁজে পাই,

বাস্তবতার ভিঁড়ে এসে আমি আবার তোমায় হারাই।



-১৪/০৬/২০০৫,রাজশাহি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.