নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

এখানে, যেখানে তুমি নেই

২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭





এখানে গ্রীস্মের দুপুরে , অলস দুপুরে,

চিলের করুন হৃদয় কাঁপানো কান্না শোনাযায়।

হৃদয় কাঁপে, অশ্রু ঝরে অঝরে।

এখানে হেমন্তের বিকেলে, সাদা মেঘ ভাঁসা বিকেলে,

মনে শিহরন জাগানো মৃদু হাওয়া বায়।

মনে শিহরন লাগে, মন গেয়ে চলে।

এখানে শরৎ এর সন্ধায়, আকাশ লাল করা সন্ধায়,

পাখীরা চিৎকার করে নীড়ে ফেরে।

ফীরে আসে চেতনা,আরও একটি দিন চলে যায়।

এখানে বর্ষার রাত্রে,বীজলী ঝলসানো রাত্রে,

একা বয়ে যাওয়া বাতাস হৃদয় ভেজানো বৃষ্টির আভাস দেয়।

একা লাগে, কিন্তু চোখ দুটো ভিজে যায় একত্রে।

এখানে শীতের সকালে, রোদ মাখা সোনালী সকালে,

কুয়াশা গুলি ভিড় জমাতে চায়, কিন্তু পারে না।

স্মৃতি গুলিও ভীড় জমায়, কাঁদাতে চায় কৌশলে।

আর বসন্ত? এখানে নেই,

এখানে,যেখানে নেই তুমি।

এখানে,আছো তুমি শুধু স্বপনেই ।



-১৭/০৪/২০০৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.