নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

নিস্তব্ধতা

২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৮



আমি আর আমার নিস্তব্ধতা,

বসে আছি শূন্যে পা দুলিয়ে।

সঙ্গী কয়েকটি উজ্বল তারা,

আর আছে নিস্তব্ধতা।

একান্তই আমার।

আরও আছে অন্ধকার ,

আমার দিকে হাত বাড়িয়ে।

আমি তার হাত ধরছিনা,

কারন আমার হাতে এক টুকরো আলো,

লাল আলো।

আমি তাকিয়ে আছি দূরে,

যেখানে তাকে হারিয়েছি।

সেখানে, সেখান থেকে শুরু করতে চাই আবার।

কিন্তু পারিনা , হায়।

হাতের আলো আস্তে আস্তে শেষ হয়ে আসে,

অন্ধকার চারিদিক থেকে আমায় গ্রাস করে ।

আমি হারিয়ে যাই,

গাঢ়,নিষ্ঠুর,নিশ্চুপ অন্ধকারের মাঝে।

তলিয়ে যাই অথৈ স্বপ্নের সাগরে।

প্রশ্ন জাগে মনে,

তলিয়ে যাবার সময় :

তাকে যেখানে হারিয়েছি,

আর আমি যেখানে হারালাম,

এই দুই স্থানের মাঝে দুরত্বটা কতখানি?

দুরত্বটা মনে হয় শুধুই নিস্তব্ধতার।

শুধুই নিস্তব্ধতার

-অজানা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.