নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

বার বার ফিরে আসা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০

বহুদিনপর আবার গাংচিলটা এসে বসেছে,

পুরোনো ভাঙা জাহাজের বন্দরটায়।

হাজারো দ্বীপ,হাজারো সমুদ্র,হাজারো সৈকত,

হাজারো দিন শেষে হাজারো রাত,

দুটো ডানা মেলা সব সময়।

কখনো উত্তর,কখনো দক্ষিন

কখনো উত্তর , কখনো প্রশ্ন,

হাজারো হাজারো নাবিকের সাথে,

হাজারো সৌভাগ্যর সাথে,

হাজারো ঝড়ে,হাজারো স্রোতে,

হাজারো বজ্র পাড়ি দিয়ে , হাজারো পথে,

হাজারো পালকের বিসর্জন দিয়ে ,

হাজারো সূর্যের রোদ মেখে ডানাতে,

হাজারো জাহাজের মাস্তুলে ঝিমিয়ে,

দমকা হাওয়ায় গদ খেয়ে,

ঘন কুয়াশার অন্ধ স্রোতে ভেসে,

হাজারো ভোর আর সন্ধার সাথে পাল্লা দিয়ে ,

হাজারো নারিকেল গাছ আর জলদস্যু

হাজারো জং ধরা শেকল,নোঙ্গর,ভেজা পাল,

সমুদ্রে ভাসা লাশ,

হাজারো দীর্ঘশ্বাস

পেড়িয়ে;বহুদিন বাদে আবারো গাংচিলটা এসে বসেছে,

সেই পুরোনো ভাঙা জাহাজের বন্দরটায়।

সেই পচা কাঠের পাটাতনটার শেষ মাথায়,

একটা হাজারো বছরের পুরানো গাছের গুড়িতে।

-২৫/০৪/২০১৪,রাজশাহী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.