নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

কুবচন

০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

[বহুদিন আগে আমার এক গায়ক বন্ধু লিখেছিলেন,"একেকটা গান তৈরী হয় সময়ের ছাঁচে পড়ে " বা এই জাতীয় কোন কিছু , কিছুদিন আগে ফেসবুক চ্যাটে আরেকটা বন্ধু জিজ্ঞেস করেছিলেন "লাইফে কি করলাম বস ?" কথাটা মনে ধরল, যেমন ধরে ছিল জনাব দ্বিজেন শর্মার কথা "এতটুকু লজ্জা লাগে না ?" তাই লিখে ফেললাম আরকি ! :)]

........................................................................................................

কি করেছ বস ?

নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।

কোন ইস্কুলটা ভালো ?তাতে চান্স পেতে হবে ।

চান্স পেলে তুমি বড় ভালো ,সব্বাই তাই ভাবে ।

নইলে তুমি লুযার ,তোমার পরিবার ইজ্জত হারাবে ।

কি করেছ বস ?

নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।

ইস্কুল গেল , বড়ই গোলমেলে সে সময় ।

জিপিএ টা কত?হা করে আছে ,সব্বাই শুনতে যে চায়।

জিপিএ ৫ পেলে , তা সোনালী কি না ?

সোনালী না হলে তো ভালো কোথাও চান্স পাবে না !

আর যদি অভাগা হয়ে ৫ ও না পাও,

পাশ করে লাভ কি ? মাঠে মারা যাও।

কি করেছ বস ?

নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।

উচ্চশিক্ষা শুরু হলে , পাবলিক না প্রাইভেট?

বিচার শুরু হবে ,কেমন চলছে জব মার্কেট।

নাকমুখ বুজে কোন রকমে ব্যাচেলর 'টা শেষ কর,

ভাল জব পেতে হবে ,তোর দিকে সব্বার নজর।

জব কই জব নাই ,জব কই পাই ?

ভালো জব পেতে হলে ,রেফারেন্স বা টাকা চাই।

কার কত টাকা আছে , কার কত মামা আছে ,হিসেবটা কর।

মামা ও নেই ,টাকাও নেই , তাহলে আরকি পানিতে ডুবে মর।

কি করেছ বস ?

নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।

জব পেলে ভাল , কোম্পানি কোনটা, স্টার্টিং কত ?

জব পাওনি এখনো! তুমি প্রভুহীন কুকুরের মত!

জবে পার্মানেন্ট হলে ভাল কথা ,বেতনের সংখ্যা যত,

হিসেব করতে সুবিধে , তোমার সামাজিক স্ট্যাটাস হবে তত।

কি করেছ বস ?

নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।

তারপর ,বিয়েতে যত টাকা খরচ করলে ,

কোন ফোটগ্রাফার, কেমন ছবি তুলল,কি কি খাওয়ালে,

সব মিলিয়ে মোট কত টাকার গিফট পেলে?

অবশেষে হানিমুনে কোথায় গেলে?

কি করেছ বস ?

নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।

আরও আছে থাম,কোন ল্যাপটপ ব্যাবহার কর তুমি?

আর কোনটা বাজারে এসেছে নতুন,কোন মবাইল সেটটা বেশী দামী।

অফিসে সবার আগে ইনক্রিমেন্ট পেতেহলে করতে হবে কার চামচামি,

মুখ বুজে সহ্য করে যেতে হবে তাঁর সকল ন্যাকামি।

কি করেছ বস ?

নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।

মোটা বেতন , বড় ফ্ল্যাট , দামী গাড়ী , শুধই কি তাই?

তোমার সামাজিক স্ট্যাটাস বলে দেবে তুমি জাতে উঠে গেছ ভাই।

এইখানে থামলে চলবে ? বেশ কয়েকটা ফরেন ট্রেনিং তো চাই!

কার পোঁদ চাটবে ,কারটা মারবে ,তবে গিয়ে পাবে তুমি যা চাও তাই,

যাবে তুমি ব্যাংকক , সিংগাপুর ,থাইল্যান্ড,মালেশিয়া বা সাঙহাই।

কি করেছ বস ?

নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।

চোখের নিচে জমছে কালী,নিজেকে দেখেছ আয়নায় ?

একদিকে ব্যাংকে লন বেড়েছে ,ওদিকে মেদ জমেছে হার্ট টায়।

ঘুমের ঔষুধ খাচ্ছো ,তবু তোমার রাতে ঘুম হয়না দুশ্চিন্তায়,

যা কিছু পেয়েছ জীবনে ,একটু চোখ বন্ধ করলেই তো সব হারায়।

কি করেছ বস ?

নিজেকে ভিড়িয়েছ এক অদ্ভূত প্রতিযোগিতায়।



এতটুকু লজ্জা লাগে না ?



সংবিধিবদ্ধ সতর্কীকরণ ; এটাকে কবিতা ভেবে সিরিয়াসলি নেবেন না মাইরি!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.