নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুবাদ

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২১

আমার চারপাশের পৃথিবীটা আস্তে আস্তে সরু হয়ে আসছে,
প্রতিদিন হাতের মুঠোয় তাকিয়ে দেখি মৃত্যুতে ভরে উঠেছে।
রেস্তোরাঁ , শপিং মল, মসজিদ, মন্দির, রাস্তায়,
খবর শুধু বলে দেয় কোথাকার রক্ত কোনদিকে গড়ায়।
কালোব্যাজ, ফুল, মোমবাতি, ব্যানারে লেখা শোক,
স্বার্থান্বেষীরা স্বার্থ খুঁজে নেবেই তা যেভাবে হোক।
তবুও দিন শেষে রক্তে কারো বুক ভিজবে,
তো অশ্রুজলে কারো চোখ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৯

বিজন রয় বলেছেন: সমসাময়িক কবিতা।
ভাল লিখেছেন।

২| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৩

মহসিন ৩১ বলেছেন: আপনি খুব বুদ্ধিমত্তার দিয়েই আন্দাজ করেছেন। আশপাশেই তারা ঘুরে বেড়ায় রোজকার সব অস্বস্তিগুলো।

৩| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৪

হেৃদওয়ানুল জান্নাহ বলেছেন: পৃথিবীতে আগামী দিনে কি হবে বলা যাচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.