নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

নিজের বইয়ের ফেরিওয়ালা

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৩


এখন প্রকাশকদের একটা ব্যবসা চালু হয়েছে, নতুন লেখক হলেই গাদা খানেক টাকা নিয়ে অর্ধেক বই লেখকের হাতে ধরিয়ে দিয়ে বলে বাকিটা আমি ছেপে বিভিন্ন জায়গায় যেমন, বড় বইয়ের দোকানে, অনলাইনে, বই মেলায় ইত্যাদি। আসলে অর্ধেকটা ফাঁকি। প্রকাশক ২৫০ বই দিয়ে বলেছিলেন বন্ধুদের দিবেন। আমার ২ জন বন্ধু। একজন বই পড়ে না। অন্যজনকে এককপি বই দিয়েছি।এক কপি নিজের জন্য রেখে বাকি ২৪৮ কপি বইয়ের ১৮০ কপি নায্য দামে বিক্রি করেছি। বাকি ৬৮ কপি আমার কাছে আছে। যাদের আমার লেখা পছন্দ তাঁরা বইটি নিতে পারে, দাম যা ইচ্ছে হয় তাই দিবেন না হয়। view this link

এই পেজে ক্লিক করে ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করুন। ডেলিভারি চার্জ প্রযোজ্য। বইয়ের দাম : আপনাদের যা ইচ্ছে তাই দিবেন।
আমি কলা বেচতে তো বসিনি যে লাভ করতে হবে। আমার বই পাঠক পড়লেই আমার লাভ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৯

নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা সতত ।

২| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সফলতা কামনা করছি। বই ভালো বিক্রি হয়েছে।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


আপনার মোট কত খরচ হয়েছে?

৪| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: খরচ উঠে আসবে না এটা ধরে নিয়েই বই প্রকাশ করতে হবে।

৫| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ১৮০ কপি ন্যায্য দামে বিক্রি করেছেন এই বা কম কীসে! এই বাজারে বই বিক্রি খুব ঝক্কিঝামেলার কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.