নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন ধরার জাল

১৪ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩৮

স্বপ্নরা কী ধরা দেয় জালে?
হিজলের বন,জামরুলের ডালে
পাখির মতন সন্ধ্যা নামে
স্বপ্নও চোখের পাতায় নামে
কিন্তু ধরা কি দেয়? নীল যত
জাল করেছ বুনন, পাখীর মত
এতটাই বোকা কী সে?
ধরিতে গেলে যায়না কি মিসে?
স্বপ্নরা কী ধরা দেয় জালে?
পোষা কী যায় তাদের জীবনের কোলাহলে?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫০

মাহমুদুর রহমান বলেছেন: স্বপ্নরা ধরা দেয় যদি স্বপ্ন পূরনের প্রত্যাশা মানুষকে ঘুমোতে না দেয়।

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২০

যাযাবর জোনাকি বলেছেন: ইচ্ছা, আকাঙ্খা কিন্তু স্বপ্ন নয়। এগুলো বলে স্বপ্নকে ছোট করবেন না।

৩| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:৪৩

নেওয়াজ আলি বলেছেন: বেশ ভালো লাগলো

৪| ২২ শে মার্চ, ২০২০ রাত ১২:৪২

মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: ইচ্ছা, আকাঙ্খা কিন্তু স্বপ্ন নয়। এগুলো বলে স্বপ্নকে ছোট করবেন না।


ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.