নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

সাকি

৩০ শে জুলাই, ২০২০ রাত ২:২৭


-শাহ্ নেওয়াজ

সাকি আর আমি দিয়েছি ডুব
এক পেয়ালায়, মদিরার উন্মত্ত
ঢেউ এসেছে প্রেম যমুনায়, ডুব
দিয়েছি সাকি আর আমি মাস্ত।
লোহা আগুনে গলে যায় লাল
হয়ে, আমার বাহুতে সাকি লাল
হয়ে যায়, যায় হয়ে নাকাল
প্রেম যমুনায় আমি দিয়েছি ডুব
সাকি তোর নেশায় ভেজা চোখে
আমাকে করেছে মাস্ত মাতাল
তোর পর্দা সরিয়ে দিয়ে মদিরা মাখে
সাকি তোর চেহেরা, প্রেম যমুনার বুকে
উঠেছে যে ঢেউ, সেই ঢেউ পেয়ালায়
আমার সাকি প্রেমে মাতাল করলি, হায়!
দেখ পূর্নিমার আলোয়, চাঁদ পাবে লাজ।
প্রেম যমুনায় উঠেছে যে ঢেউ সাকি আজ!
আজ লোকে আমাকে মাতাল বলবে কি?
জনাব আমি মাতাল, ঐ বাসন্তী হাওয়ার
মত, হায়! আমার সাকি, আমার সাকি,
আমার সাকি, আমার সাকি, আমার সাকি!
অভিশাপ দে, আজীবন মাতাল হয়ে থাকি!
আমি অপবিত্র নই, প্রেম যমুনায় যে দিয়েছি ডুব।
তুই আমার প্রানের সাকি, জীবনের যতটুকু বাকি
আছে, প্রেম যমুনার জলে ডুব দিয়ে পবিত্র থাকি!
আমার সাকি, আমার সাকি, আমার সাকি!
অভিশাপ দে, আজীবন মাতাল হয়ে থাকি!
তোর প্রেমে মাতাল আমি সারা জীবন থাকি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইসাহেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.