নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

অঘ্রাণ এসেছে

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৫


আজ অঘ্রাণ এসেছে আমার বারান্দায়
সকালের মিষ্টি রোদে তোমার শাড়ী হায়,
রঙিন করেছে সেই রোদ, সকাল, অঘ্রাণ ;
বালিশে লেগেছে তোমার চুলের ঘ্রাণ,
শরীরে লেগেছে তোমার নীড়ের উষ্ণতা,
তোমার প্রেমের দুটি কুসুমের কোমলতা।
গতরাতের শীতলতা, টেনেছিল তোমায়
আমার বুকের কাছে, শিশিরের জল নিঙড়ায়
দিয়েছিল গত রাত, দিয়েছিল নক্ষত্রের ভালোবাসা
এ বুকে। নক্ষত্রের উষ্ণতা অধরে নিয়ে স্বপ্ন, আশা,
বেধেছিলে বাসা। হাত বুলিয়েছি শিশিরের শরীরে;
কমলা আকাশ পূবে,পাখিরা ডেকেছিল ভোরে,
যেন আমাদের প্রেমের যবনিকাপাত করেছিল।
অঘ্রাণ আসিতেছে তোমার বারান্দায়, যেন বলেছিল।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ সুন্দর লিখেছেন তো!

৩| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: অগ্রহায়ণ বাংলা ক্যালেন্ডারের ১২ মাসের মধ্যে অষ্টম মাস।
অগ্রহায়ণকে চলতি বাংলা ভাষায় আদর করে ডাকা হয় অঘ্রান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.