নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

ঝরিতেছে শিশির

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২৭

হয়তো তোমার বুকে আজ ঝরিতেছে শিশির,
আমাদেরই মতন। স্মৃতি হয়ে যেতে যেতে
সময় গড়ায়া যায় সময়ের মতন। জমায় ভীড়,
এই অঘ্রানের কুয়াশার মতন। প্রতিদিন সন্ধ্যা হতে
হতেই তোমার, ডাক নাম ধরে ডাকা কানে আসে,
আজান অথবা সন্ধ্যার শঙ্খ নাদের মতন। কলের
জলে ধুয়ে হাত, পা, মুখ, মাথা ফিরেছি তোমার পাশে
সন্ধ্যা পাখির মতন। শুষ্ক ত্বকে ক্রিম,শীতের কাপড়,
এক মগ গরম দুধ দিয়েছিলে প্রতিদিনের মতন। শীত
লাগিতেছে,ঘাস থেকে ঝরিতেছে হায় শিশির?
এই রাতের শেষে, তবুও স্মৃতির চাদরে উষ্ণতা যত
দিয়েছ, করেছ ঋণী আজও, খড়কুটো, উষ্ণ নীড়।

-- শাহ্-নেওয়াজ মোহাম্মদ আব্দুল কাদের
২৭-১১-২০২০
গঠনমূলক সমালোচনা অবশ্যক।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা! + +

অঘ্রাণের রাতে,
মনের কুঠরিতে,
চোখের কোটরে,
নিভৃত ক্ববরে,
শিশির ঝরে,
মায়ায় মায়ায়
ভালবাসায়
সিক্ত করে!

২| ২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.