নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

৭১

১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৯


আজ থেকে ঠিক ঊনপঞ্চাশ বছর আগে
আমার মৃত্যু হয়েছে। ধাতব অস্তিত্ব লাগে
এই জীবন্ত শরীরে, মৃত এ রক্ত শীতল।
শরীরে টের পাই ধাতব অস্তিত্ব শীতল।
আজ থেকে ঠিক, ঠিক ঊনপঞ্চাশ বছর আগে।
জন্ম নিয়েছিল বিপ্লব, আমারই ধমনীতে,রগে,
শিরায়, উপশিরায় রক্তের মত,জ্বলন্ত রক্তের মত।
কাঁটাতারের বেড়ার এপারে, ওপারে গভীর ক্ষত
তখন। জলন্ত বিপ্লব ঝরে ঝরে পড়ছে তাজা প্রাণে,
হাতে তুলে নিয়েছি অস্ত্র, চারিদিকে শত্রু জানে
মাথা গুনে গুলি করতে, মরেছি এপারে,ওপারেও।
শরীরের ভেতরে টের পেয়েছি ধাতব অস্তিত্ব আগেও।
বারবার তোমরাই আমাকে ধরিয়ে দিয়েছ, এপারেও।
ঠান্ডা মাথায় খুনিদের মতো গুলি করেছ ওপারেও।
বিপ্লবের টুঁটি চেপে ধরে, শীতল করেছ বুলেটের মত।
কাঁটাতারের দুপারে আমারই শরীর হয়েছে ক্ষতবিক্ষত।
তবুও,এপারে আজ আমার মৃত্যু বিজয় গাঁথা।
আর ওপারে, আদর্শের নামে অস্তমিত রুপকথা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬

বিজন রয় বলেছেন: গতকাল রাত্রে এই কবিতাটি পড়েছিলাম। আবার আজকে পোস্ট করলেন?

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৯

যাযাবর জোনাকি বলেছেন: বানান ঠিক করলাম।

২| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.