নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

মনের আবেগের একটা বটগাছ

২৩ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৪:৫৬


মনের আবেগের একটা বটগাছ ছিলো।
মনের আবেগের একটা নদী, তাতেই
ছিলো অনেক দুপুর, রোদের আলো,
মনের আবেগের একটা বটগাছ ছিলো।
মনের আবেগের একটা প্রেমও ছিলো।

মনের আবেগের একটা বটগাছ ছিলো।
বটগাছের ছায়ার নিচে নদীর দিকে নেমেই
চোখে রেখে চোখ, হাতের ওপর হাত ছিলো,
একটা স্বপ্ন সিঁড়ি, রাজকন্যাটি বসেছিলো।
নদীর জলে পা ডুবিয়ে, দুলিয়ে বসেছিলো।

মনের আবেগের একটা শহরও ছিলো।
মনের আবেগের একটা প্রেমও ছিলো।
মনের আবেগের একটা বটগাছও ছিলো।
কোনো এক যাদুবলে মূহুর্তে কেউ ছিনিয়েই
নিলো। কেউ জানেনা কোথায় গেল,কি হলো!
মনের আবেগের একটা বটগাছ ছিলো।
সে নদীর জলে পা ডুবিয়ে, দুলিয়ে বসেছিলো।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবেগময় কবিতায় +++++

২| ২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

ভালো থাকুন

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.