নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি বিস্মৃতি

১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০১

--শাহ্ -নেওয়াজ মোহাম্মদ আব্দুল কাদের
চোখে ভাসে কাঁটা তারের বেড়ার ওপারে
সেই ইহুদি ছেলেটার গোল গাঢ় নীল চোখ।
বোমা না ফেলে, গুলি না করে, গ্যাস চেম্বারে
বন্ধ না করেও, মারা যায় মানুষ লাখ লাখ।
ঈশ্বর মাথা পেতে নেয় সকল দায়ভার।
আমাদের নেশা জেগে ওঠে বিকেল বেলা।
দুধ, চিনি, নিকষকালো চা-পাতার,
সম্পৃক্ততার রসায়নের এককাপ চার কলা।
একটা পুরো প্রজন্ম কে মৃত্যুর মুখে ধাক্কা দিতে
লাগে একটা তত্ত্ব মাত্র। তারপর বন্দুক হতে
ক্ষমতার লড়াইটা বুঝে নেয় পুরো প্রজন্ম
একসাথে দুঃস্বপ্ন দেখে বোধ, বুদ্ধি, কর্ম।
ধর্মীয় তরবারির ধারে দেশ চিরে দুইভাগ হয়ে যায়।
কাঁটাতারের বেড়ার ওপরে ফেলানী লাশ হয়ে যায়।
লাশ হয়ে যায় হোস্টেলের টর্চার সেলে মায়ের রত্নধন,
লাশ হয়ে যায় কংক্রিটের বুকে জমে থাকা ক্লান্ত মন।
রাংতার কাগজে শহর, জমে থাকে সিলিকন কার্বন।
ঝিঁঝিঁ ডাকা রাতে, হিপোক্যাম্পাস তলায় স্মৃতি কুড়ানো।
শীতের রাতগুলো বড় আর নিশ্চুপ আঁধারে মোড়ানো,
যেমন মোড়ানো থাকে টিন ফোয়েলে ঘুমের ঔষধ।
ঘুম না আসা চোখের জমা কালি,মাথার ভেতর বোধ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগময় কবিতা।

২| ১৩ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.