![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চৈমনি রাজ্যের রাজপুত্র। ভিজিট করুন http://www.zazafee.com/
ঘাড়ের উপর চাকুটা ধরে দাত মুখ খিচিয়ে আসিফ বললো একেবারে পোচ দিয়ে প্রথমে গলাটা নামায় দিমু তার পর টুকরো টুকরো করে ফেলমু। দেখি আমারে কে ঠেকায়? অনেক দিন অপেক্ষা করেছি সুযোগের আশায়। আজ অবশেষে সেই সুযোগ পেয়েছি।
আসিফের হাতের ধারালো চাকু আর দাত খিচানো দেখে কেউ কিছু বলেনি।ওর বন্ধুরা পাশে আয়েশ করে বসেছিল কি ঘটে দেখার জন্য। কিছুক্ষণের মধ্যেই পাকা পেপেটা কেটে একটা প্লেটে সাজিয়ে বন্ধুদের সামনে এনে রাখলো আসিফ। আসিফদের গাছের পেপেটা পাকবো পাকবো করে ওকে অনেক দিন অপেক্ষায় রেখেছিল। ছুরিতে ধার দিয়ে কতদিন যে এই দিনটার অপেক্ষায় ছিল আসিফ। অবশেষে ধারালো ছুরি দিয়ে বেশ সুন্দর করে ফালিফালি করে কেটেছে পাকাপেপেটা।
--------
গল্পঃফালি ফালি করে কাইট্ট্যালামু
জাজাফী৭ মার্চ ২০১৭
ক্যাটাগরিঃ ডিম্বানু গল্প
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১:৩৫
জাজাফী বলেছেন: অন্য জাজাফী বলতে? আমিতো জানতাম দেশে একটাই জাজাফী। http://zazafee.com
২| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১:৩১
শেয়াল বলেছেন: খেকজ
৩| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১:৩৯
আরণ্যক রাখাল বলেছেন: গল্প?
৪| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ২:০০
অতঃপর হৃদয় বলেছেন: না মানে দেশে একটা জাজাফী সেটা আমিও জানি, কিন্তু সেই জাজাফী ব্লগেও আছে তো তাই অবাক লাগল। ( ভাবছিলাম অন্যকেউ নাম কপি করছে)
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৫
জাজাফী বলেছেন: ফেসবুকে অবশ্য একজন নাম ডুপ্লিকেট করেছে। নামতো এটা কোন ব্যাপার না।
৫| ১৬ ই মার্চ, ২০১৭ ভোর ৬:১৪
তৌহিদ ইসলাম রোবন বলেছেন: বিনোদন
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১:১৬
অতঃপর হৃদয় বলেছেন: ভাবছিলাম অন্য জাজাফী!!!