| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইপাগল
"... তোমরা যা কিছু করছো আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখছেন।" (সূরা আল হাদীদঃ আয়াত ৪) ///////// "তিনি চোখের খেয়ানত সম্পর্কে (যেমন) জানেন, (তেমনি জানেন) যা কিছু (মানুষের) মন গোপন করে রাখে (সে সব কিছুও)।" (সূরা আল মোমেনঃ আয়াত ১৯) ///////// "যিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন, কর্মক্ষেত্রে কে (এখানে) তোমাদের মধ্যে বেশি ভালো, ..." (সূরা আল মূলক, আয়াত ২) ///////// "... অবশ্যই আমার নামাজ, আমার এবাদাত, আমার জীবন, আমার মৃত্যু - সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তায়ালার জন্যে।" (সূরা আল আনয়ামঃ আয়াত ১৬২)
কৃষ্ণকলি কেউ বলে না তাকে
কালো তাকে বলে পাড়ার লোক
মেঘলা কোথা, সব ক'টা দিন খরা
কেউ দেখে না কালো হরিণ চোখ
বাপের তার নেইকো টাকা মোটে
অর্থ ছাড়া পাত্র কোথা জোটে?
কালো তা সে যেমন কালো হোক
কেউ দেখে না কালো হরিণ চোখ
লোডসেডিং-এ আধার হলো দেখে
পাত্র পক্ষ করছিলো যাই যাই
কালো মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে
ভেতর হতে ত্রস্তে এলো তাই
ছেলের বাবা কোঁচকালো তার ভুরু
মেয়ের বুক কাঁপলো দুরু দুরু
কালোই - তা সে যেমন কালো হোক
কেউ দেখে না কালো হরিণ চোখ।
পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে
বোগেন ভিলায় খেলিয়ে গেলো ঢেউ
জানলা ধারে দাঁড়িয়ে মেয়ে একা
রাস্তা ধারে ছিলো অনেক কেউ
তার পানে কেউ দেখলো কিনা চেয়ে
শংকা বুকে ট্যারিয়ে দেখে মেয়ে
কালোই - তা সে যেমন কালো হোক
কেউ দেখে না কালো হরিণ চোখ।
পার হয়ে যায় মাসির কালো মেয়ে
জৈষ্ঠ মাসে কয়েক হাজার পণে
কোথায় একা কাকার মেয়ে কাজল
আষাঢ় মাসে পালায় সংগোপনে
যখন একা শ্রাবণ রজনীতে
কোন ভাবনা ঘনায় মেয়ের জিতে?
কালো তা সে যেমন কালো হোক
কেউ দেখে না কালো হরিণ চোখ
কৃষ্ণকলি কেউ বলে না তাকে
কালো তাকে বলে পাড়ার লোক
দেখেছিলেম সিলিং থেকে ঝোলা
কালো মেয়ের বিস্ফোরিত চোখ
কিচ্ছু বোঝার দেয়নি অবকাশ
শাড়িই খানি হলো গলার ফাঁস
কালোই - তা সে যেমন কালো হোক
কেউ দেখেনি কালো হরিণ চোখ।
২|
১৬ ই জুলাই, ২০০৭ রাত ৯:৪১
মইন বলেছেন: বলতে পারলাম না।
তবে রবীন্দ্রনাথের এই কবিতাটা দেখেন:
কৃষ্ণকলি
ক্ষণিকা --- রবীন্দ্রনাথ ঠাকুর
কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলাদিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিলনা তার মোটে,
মুক্তবেণী পিঠের 'পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
ঘন মেঘে আঁধার হল দেখে
ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে
কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু
শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
পূবে বাতাস এল হঠাৎ
৩|
১৬ ই জুলাই, ২০০৭ রাত ৯:৫৭
বইপাগল বলেছেন: ধন্যবাদ মইন, হয়তো রবীন্দ্রনাথের এটার সাথে মিল রেখেই উল্টোপিঠের এ কবিতাটা রচিত হয়েছিলো।
৪|
১৭ ই জুলাই, ২০০৭ রাত ১০:৪০
হাসান তারিক বলেছেন: ভাই , কবিতাটা পড়ে মনে যে করুণ ভাব হয় , ছবি দেখে তা আতংকে রূপ নেয়
৫|
১৭ ই জুলাই, ২০০৭ রাত ১০:৪৬
হাসান তারিক বলেছেন: তবে শিমুল মুস্তাফার কবিতার ক্যাসেটে অনেকদিন আগে এই কবিতাটা শুনেছিলাম। ক্যাসেটের দোকানে ঐ ক্যাসেটটা খোজ করে এক ফাকে (চন্দ্রবিন্দু দিতে পারছি না) কবির নাম টা দেখে নিতে পারেন
৬|
১৭ ই জুলাই, ২০০৭ রাত ১১:১৪
বইপাগল বলেছেন: হাসান তারিক, অনেক ধন্যবাদ আপনাকে তথ্যটা দেবার জন্য।
কালো মেয়েদের কাছে তাদের রঙ কি এ ছবির মতোই কি 'আতংক'জনক নয়?
আমরা আতংকিত হই আর তারা হয় শিকার ...
৭|
২২ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:২০
বইপাগল বলেছেন: হাসান তারিক-কে আবারও ধন্যবাদ, আজ আমি আপনার আইডিয়া কাজে লাগিয়ে কবি আর কবিতার নাম, দুটোই পেয়েছি। এটা অর্জুন মিত্র এর লেখা কবিতা 'কেউ দেখেনি'।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০০৭ রাত ৮:০৯
বইপাগল বলেছেন: কেউ যদি এ কবিতার নামটি জানেন তবে অনুগ্রহ করে জানালে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ সবাইকে।