![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার হৃদয়ের করুণা পাবে কি অপদার্থ ভবঘুরে জঞ্জাল এ জীবন, একটাই বর চেয়েছিলাম আমি, আজীবন শুধু তোমায় ভালবেসে যাবার। অমৃত সুধা পান করবো বলে তীর্থর কাক হয়ে রইলাম বসে, সারাটি জীবন, ভীরু কাপুরুষ যা খুশী বল, একবার স্বীকারকর ভালবাস আমায়।।
আমি বিজয় দেখিনি বন্ধু , আমি দেখছি পঙ্কিল রাজনীতি
বেড়ে উঠা ঠিক যেন স্রোতস্বীনি নদীতে কচুরিপানা
ঝাঁক যেমন ঢেকে দেয় উচ্চ্বসিত যৌবনবতী কে,
আর আমি নষ্ট যৌবন এর উন্মাদনা ঘাড়ে নিয়ে
অগ্রজ পাপ খুঁজতে পঙ্কিল রাজনীতি র পানি আরো ঘোলা করি।
পলিতে ঢাকা পরে, আবেগ দেশপ্রেম , থিতিয়ে পড়া যৌবন এর
সব ভেঙে নুতন করে গড়ার আকাঙ্খা, ভন্ড নেতার রাজনীতি
করে দেয় হিরোইঞ্চি , মাতাল , নষ্ট ভ্রষ্ট, লীলাখেলায় পটিয়সী
কেউ বলে না ফিরে আসার কথা দেখায়না আগামীর সুখ স্বপ্ন
ভিনদেশ এর ষড়যন্ত্র বলে উচ্ছিষ্ট করে থাকে ধ্বংসের আকাঙ্খায়
নষ্ট নেতা মুমূর্ষু দেশের মসনদে বসে দেখে ভবিষৎ আয়েশি জীবন
আর আমায় ইতিহাস স্বাধীনতা উত্তর নষ্ট প্রজন্ম বলে ডাকে।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:১১
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: আমি বিজয় দেখিনি বন্ধু , আমি দেখছি পঙ্কিল রাজনীতি
বেড়ে উঠা ঠিক যেন স্রোতস্বীনি নদীতে কচুরিপানা
ঝাঁক যেমন ঢেকে দেয় উচ্চ্বসিত যৌবনবতী কে,
আর আমি নষ্ট যৌবন এর উন্মাদনা ঘাড়ে নিয়ে
অগ্রজ পাপ খুঁজতে পঙ্কিল রাজনীতি র পানি আরো ঘোলা করি।
আত্ম সমালোচনা ভাল। এটা আমাকে পিছিয়ে দিবে না তো ?
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৩১
বিলুনী বলেছেন: এরকম মানুষ পৃথিবীতে কম কমই অআছে যারে দেশের স্বাধিনতা ও মুক্তযুদ্ধকে কটাক্ষ করে লিখা লিখে । কোন আলোচনায় তারা এ দুটো জিনিসকে কোন মতেই প্রশ্ন বিদ্য করেনা , তারাই করে যারা স্বাধিনতাই চায়না । জানি না কারে মনে কি, তবে লিখাটি মোটেও ভাল লাগেনি ।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮
শরীফ ফখরুজ্ জামান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫২
আহমেদ জী এস বলেছেন: শরীফ ফখরুজ্ জামান ,
সে নষ্ট ইতিহাস পাল্টানো তো স্বাধীনতা উত্তর প্রজন্মেরই কাজ । কচুরিপানা ঝাঁক দিয়ে কেন নিজেদের বোধকে ঢেকে রাখছেন ? কেন পঙ্কিল রাজনীতির পানি আরো ঘোলা করেন ?