নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষাতে ক্লান্ত আমি নষ্ট সারা বেলা

তোমায় আমায় অন্তমিল বৃথাই খুঁজেফেরা।।

শরীফ ফখরুজ্ জামান

তোমার হৃদয়ের করুণা পাবে কি অপদার্থ ভবঘুরে জঞ্জাল এ জীবন, একটাই বর চেয়েছিলাম আমি, আজীবন শুধু তোমায় ভালবেসে যাবার। অমৃত সুধা পান করবো বলে তীর্থর কাক হয়ে রইলাম বসে, সারাটি জীবন, ভীরু কাপুরুষ যা খুশী বল, একবার স্বীকারকর ভালবাস আমায়।।

শরীফ ফখরুজ্ জামান › বিস্তারিত পোস্টঃ

ফিরে এস হে মানব আদর্শের কাছে

১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৯

পাঁচল্লিশ বছর পার হয়েছে
যৌবনের ভুল গুলো কি আজ ও সংশোধিত হবে না
হে মানব
সময় কিএখন ও আসেনি নিজেকে চেনার
ভুল পথ থেকে ইউটার্ন করার
কষ্ট হবে , বিত্ত হারাবে হারাবে ভালোবাসাও
তবু তুমি তোমার বিবেক এর কাছে মাথা হেট্ হবে না
দেশ র তুমি যে এক ই আত্মার বাঁধন
ফিরে এস হে মানব কল্যাণ এর পথে
ফিরে এস হে মানব উন্নয়ন এর পথে
মুক্তিযুদ্ধ কে বুকে করে তুমি বেঁচে উঠেছিল
সেই মুক্তি যুদ্ধের আদর্শ কে আবার আঁকড়ে ধরো
জানি তুমি অনেক বন্ধু হারাবে
তবু তুমি তোমার বিবেক এর কাছে মাথা হেট্ হবে না।
হে মানব তুমি কি হতে পারো আত্মহত্যাকারী ?
তাহলে কেন এই ভুল পথে চলা
জানি তোমার মাঝে আছে সীমাহীন দেশ প্রেম
তবুও কোনো কোন ঘৃণা তে তোমার এ আত্মহন্তারক রূপ
ফিরে এস হে মানব আদর্শের কাছে
ভবিষৎ প্রজন্মের জন্য তৈরী করো কুসুমাস্তীর্ণ পথ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪

কানিজ রিনা বলেছেন: লেখাটা সময় উপযোগী খুব ভালাগা রেখে
গেলাম। ধন্যবাদ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.