নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষাতে ক্লান্ত আমি নষ্ট সারা বেলা

তোমায় আমায় অন্তমিল বৃথাই খুঁজেফেরা।।

শরীফ ফখরুজ্ জামান

তোমার হৃদয়ের করুণা পাবে কি অপদার্থ ভবঘুরে জঞ্জাল এ জীবন, একটাই বর চেয়েছিলাম আমি, আজীবন শুধু তোমায় ভালবেসে যাবার। অমৃত সুধা পান করবো বলে তীর্থর কাক হয়ে রইলাম বসে, সারাটি জীবন, ভীরু কাপুরুষ যা খুশী বল, একবার স্বীকারকর ভালবাস আমায়।।

শরীফ ফখরুজ্ জামান › বিস্তারিত পোস্টঃ

শূন্যতার খোঁজ করি

১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০২

আমি আকাশের বুকে শূন্যতা খুঁজে ফিরি
পরিযায়ী পাখির ডানা ছুঁয়ে বলি
নাইবা গেলি আর ওর ভুবনে ?
তুই আর আমি মিলে বাঁধি ঘর কাকচক্ষু ঝিল এর ধারে।

শূন্যতে বাঁধি ঘর মেঘের সাথে
পাহাড়ের বুকে আছড়ে পড়ি বৃষ্টি হয়ে
ছন্নছাড়া স্রোত ভাসিয়ে নিয়ে যায় আমায়
পাহাড়ের বুক চিরে নিঃসীম সমুদ্রে
আমি সমুদ্রের বুকে ভেসে শূন্যতার খোঁজ করি।

ডুব দিয়ে উঠি পানকৌড়ি র মাঝে
ওদের থেকে নিঃসঙ্গ প্রিয় আর কি কেউ আছে ?
বলি চল জলকেলী তে কাটিয়ে দেই বাকি জীবন
না মেনে এ হারিয়ে যায় কচুরিপানার বনে
নিঃসঙ্গতায় ডুবে আমি শূন্যতার খোঁজ করি।
-----------------------------
জাসফ , ১৮ ডিসেম্বর ২০১৬
-----------------------------

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.