![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার হৃদয়ের করুণা পাবে কি অপদার্থ ভবঘুরে জঞ্জাল এ জীবন, একটাই বর চেয়েছিলাম আমি, আজীবন শুধু তোমায় ভালবেসে যাবার। অমৃত সুধা পান করবো বলে তীর্থর কাক হয়ে রইলাম বসে, সারাটি জীবন, ভীরু কাপুরুষ যা খুশী বল, একবার স্বীকারকর ভালবাস আমায়।।
(১)
রূপ রসে তোমার রয়েছি আমি মজে
মাতাল আমি মাতাল পৃথিবী মাতাল সপ্তলোকে
ভাবলো কি পাশের জনে কার কি আসে যায় তাতে।
(২)
আজ এ শীত এর রাতে
হলো না হয় একটু বেশি দুষ্টামি
আলিঙ্গনে উষ্ণ করো মোরে
যাহ।যাহ। আর বোলো না প্রিয়ে ।
(৩)
তোমার ভুবনমোহিনী হাসি
অবজ্ঞার নাকি করুনার হে প্রিয়
না বুঝে ই নেশায় বুদ্ হয়ে থাকি
একটু না হয় ভালোবাসলে আজ
বোকা পুরুষ তাতে খুশি।
(৪)
ভালোবাসা শুঁয়োপোকার হয়ে জীবনে আসে
ক্ষণিক পরে এ প্রজাপতি হয়ে যায় উড়ে।
শুঁয়োপোকার শিরশিরে অনুভূতি উপভোগ করি
প্রজাপতি উড়ে গেলে মন কোনো কান্দে ?
(৫)
হাত ধরে বললেম চল
আর তুমি ঠিক উঠে এলে
নষ্ট পুরুষ পড়লো বিপাক এ।
(৬)
নাইবা বাঁধলে খোঁপা
বেলি ফুলগুলো এমনি শুকিয়ে যাক
আমার হাতের মুঠোয়
তোমার চুলে নাক ডুবিয়ে গন্ধ খুঁজে কি লাভ ?
(৭)
তোমার মিষ্টি দুষ্টু হাসি মনে যে তুফান তোলে
তুমি আমায় কর যে বড়ই আনচান
কি যে করি কি যে করি হায়।
অস্থির আমি অস্থির তুমি
বেরাহেম জামানা সবই তোর দোষে ।
©somewhere in net ltd.