![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার হৃদয়ের করুণা পাবে কি অপদার্থ ভবঘুরে জঞ্জাল এ জীবন, একটাই বর চেয়েছিলাম আমি, আজীবন শুধু তোমায় ভালবেসে যাবার। অমৃত সুধা পান করবো বলে তীর্থর কাক হয়ে রইলাম বসে, সারাটি জীবন, ভীরু কাপুরুষ যা খুশী বল, একবার স্বীকারকর ভালবাস আমায়।।
--------------------------------------------------
আমার দরজা খোলা আছে বরাবর এর মতো
জাসফ , ১৮ ডিসেম্বর ২০১৬
---------------------------------------------------
আমার দরজা খোলা আছে বরাবর এর মতো
যেমন একসময় নির্দ্বিধায় তোমার যাতায়াত ছিল
তোমার সাথে সাথে ঘরে আজতো জেসমিন ফুল এর গন্ধ
হয়তো আমাকে মোহাবিষ্ট করে রাখার জন্য, আর হতাম ও আমি
এক সময় জেসমিন এর গন্ধ ফুরিয়ে গেলো, বললে ভুলে যেও
দরজা টা তো খোলাই ছিল , লাগানো হলো না আর
এর পর কত কে আসলো নানা ফুলের গন্ধ নিয়ে
আজকাল আর ফুলের গন্ধে মোহাবিষ্ট হইনে
ভুলে যায় বললে তো ভুলে যাওয়া যায় না
আমার দরজা খোলা আছে বরাবর এর মতো
শুধু লেখা আছে দরোজায় - জেসমিন ফুল এর প্রবেশ নিষেধ ।
-------------------------------------------
বাসন্তী দেবী আমার
জাসফ , ১৮ ডিসেম্বর ২০১৬
--------------------------------------------
কাল বৈশাখী ঝড়ে উড়ন্ত শিমুল তুলো আমি
গায়ে পড়লে শিউরে উঠো না প্রিয় , না হয়
ভালবাসার ছোয়া বুজিয়ে নিও বৃষ্টির অবগাহনে
দুরন্ত আবেগ নিয়ে উড়ে বেড়ানো শিমুল হায়
বৃষ্টি ধোয়া জল বেয়ে সাগর এর পানে ভেসে চলে
দেবী ফুল চায় নৈবদ্দ্যে , হতভাগ্য শিমুল
কোনো অচিন চরে আটকে পরে
ধীরে ধীরে মহীরূহ হয়ে উঠে
লাল শিমুল ফুটিয়ে চলে দেবী
তোমার জন্য পুরো বসন্ত কাল
বৈশাখে তোমার ভালবাসা পাবে বলে
আবার কালবৈশাখীর মাঝে ভেসে চলে
আর কত কাল দেবী আর কত কাল
এবার শান্ত কর আমায় শান্ত কর।
--------------------------------------
তুমি আসবে বলে
জাসফ , ১৮ ডিসেম্বর ২০১৬
--------------------------------------
তুমি আসবে বলে
আজ পূর্ণিমা
কলঙ্কিনী রাধা।
তুমি আসবে বলে
আজ ফুটেছে নাইট কুইন
খুব কম সময় প্রিয়।
তুমি আসবে বলে
মাধবীলতা ঈর্ষা তে জর্জরিত
মৌতাতে আমি।
তুমি আসবে বলে ও আসলে না যে ?
---------------------------------------
ছায়া ভালবাসা
জাসফ , ১৮ ডিসেম্বর ২০১৬
---------------------------------------
ভালবাসাবাসি এক হয়ে যায় ছায়া তে
মনের চাওয়া হয়না পূরণ সহজে
যত ভাবি দূরে সরে থাকি নিরবে
মনের আকুতি বাধ ভেঙ্গে ফেলে সবই যে
ভালবাসার কথা বলি দূর হতে মুঠো ফোন এ
পেতে চাই কাছে সকল বাধা ভেঙ্গে
তুমি হারিয়ে যাও সমুদ্র ফেনার মাঝে
বার বার তবুও খুঁজে ফিরি ছায়া ভালবাসা।
তোমাতে ই।
©somewhere in net ltd.