নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষাতে ক্লান্ত আমি নষ্ট সারা বেলা

তোমায় আমায় অন্তমিল বৃথাই খুঁজেফেরা।।

শরীফ ফখরুজ্ জামান

তোমার হৃদয়ের করুণা পাবে কি অপদার্থ ভবঘুরে জঞ্জাল এ জীবন, একটাই বর চেয়েছিলাম আমি, আজীবন শুধু তোমায় ভালবেসে যাবার। অমৃত সুধা পান করবো বলে তীর্থর কাক হয়ে রইলাম বসে, সারাটি জীবন, ভীরু কাপুরুষ যা খুশী বল, একবার স্বীকারকর ভালবাস আমায়।।

শরীফ ফখরুজ্ জামান › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার সপ্তশ্লোক - ২

১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

ভালোবাসার সপ্তশ্লোক - ২
জাসফ , ১৯ ডিসেম্বর ২০১৬
---------------------------------------
(১)
কল্পনাতে তোমায় নিয়ে
সারা বেলা
আমার যত খেলা।
(২)
মেয়ে তোমায় ঠিক চুমু খাব দেখো
এর পর ভো দৌড় লাগাবো একটা।
(৩)
আমি চেয়েছিলাম চুমু খেতে
আর তুমি মুখ ফিরিয়ে নিলে।
(৪)
তুমি ভিনগ্রহের পরী
তাকিয়ে তাকিয়েও নেশা কাটে না।
(৫)
অপ্সরী তোমায় ভালবাসা যায়, ছোয়া যায় না
এ ভালবাসায় পাপ নেই, আছে আক্ষেপ ।
(৬)
অতৃপ্ততা নিয়ে বসে আছি
জলসা ঘরে আর যাওয়া হয়না ।
(৭)
তোমার উড়ন্ত চুমু বাতাসে মিলিয়ে যাবার আগেই
খপ করে ধরে বুক পকেটে ভরে ফেলি ..

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২২

বিজন রয় বলেছেন: হা হা হা .........
এতো দেখি চুমুর প্রেম!!

২| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৮

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অপ্সরী তোমায় ভালবাসা যায়, ছোয়া যায় না
এ ভালবাসায় পাপ নেই, আছে আক্ষেপ[/sb

এটা ভাল ছিল।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১২

শরীফ ফখরুজ্ জামান বলেছেন: ধন্যবাদ

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৯

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: একি ভালবাসা না অন্য কিছু। কি পেতে চায়, আর কি দিতে চায় ?

নামকরণ সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.