![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার হৃদয়ের করুণা পাবে কি অপদার্থ ভবঘুরে জঞ্জাল এ জীবন, একটাই বর চেয়েছিলাম আমি, আজীবন শুধু তোমায় ভালবেসে যাবার। অমৃত সুধা পান করবো বলে তীর্থর কাক হয়ে রইলাম বসে, সারাটি জীবন, ভীরু কাপুরুষ যা খুশী বল, একবার স্বীকারকর ভালবাস আমায়।।
পাহাড় বেয়ে পানি নেমে আসলে এ ঝর্ণা হয় না ,
পাহাড়ের বুক ফেটে যে পানি নেমে আসে সেটাই ঝর্ণা
সাথে মিশে থাকে পাহাড় এর কষ্ট বেদনা অভিমান
মেঘ কখন ই তা বুঝতে পারে না,
জানে শুধু পাহাড়ের বুকে আছড়ে পড়তে
যেমন নারী বুঝতে পারে না পুরুষ এর কষ্ট।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০০
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০২
শরীফ ফখরুজ্ জামান বলেছেন:
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
দারুন লিখেছেন।