![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার হৃদয়ের করুণা পাবে কি অপদার্থ ভবঘুরে জঞ্জাল এ জীবন, একটাই বর চেয়েছিলাম আমি, আজীবন শুধু তোমায় ভালবেসে যাবার। অমৃত সুধা পান করবো বলে তীর্থর কাক হয়ে রইলাম বসে, সারাটি জীবন, ভীরু কাপুরুষ যা খুশী বল, একবার স্বীকারকর ভালবাস আমায়।।
নাইবা দিলে ভালোবাসার ছোঁয়া, তবে
ঘুম পরীদের পাঠিয়ে দাও আমার ঠিকানায়
কষ্ট গুলো না হয় থাক নীল খাম এ মুড়ে
সোনালী জোৎস্না স্নাত রাতে একাকী বাজবে
বেহালার করুন সুর আর মাধবীলতার গন্ধ
সাথে নিয়ে রাত জাগা পাখির করুন আর্তনাদ
নষ্ট পুরুষ হাতড়ে বেড়াবে সূরার পেয়ালা।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
শরীফ ফখরুজ্ জামান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০
খায়রুল আহসান বলেছেন: সোনালী জোৎস্না স্নাত রাতে একাকী বাজবে
বেহালার করুন সুর আর মাধবীলতার গন্ধ
সাথে নিয়ে রাত জাগা পাখির করুন আর্তনাদ - ভাল লাগলো।