নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিরকূট

আ. স. ম. জিয়াউদ্দিন

আ. স. ম. জিয়াউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

বিএনপি মনে হয় পথে আসতেছে

১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:১৬

২০১৪ সালে বিএনপি জামাতের অবরোধ চলছিলো - অনির্দিষ্ট কালের অবরোধ - যদিও সেই অবরোধ আনুষ্টানিক ভাবে প্রত্যাহার না করায় ট্যাকনিক্যালি এখনও চললে। চলবে কেয়ামত পর্যন্ত। মনে হয় অবরোধে দিনকে পাই এর মান (৩.১৪....) দিয়ে গুন করার কারনে অবরোধ একটা ইনফিনিট ল্যুপে পড়ে গেছে। এইটা আর থামার কোন সুযোগ নাই - কার্যকারীতা বিষয়ে নাইবা বললাম।

বিষয় অবরোধ না - বিষয় হলো বিএনপি-জামাতের রাজনীতি। এক সময় বিএনপি জামাত ইসলামের পক্ষে রাজনীতি করতো বলে দাবী করতো - আওয়ামীলীগে ভোট দিলে দেশ ইন্ডিয়ার কাছে বেঁচে ফেলবে - মসজিদের উলু ধ্বনি হবে ইত্যাদি ইত্যাদি প্রচার করতো। সেই দল অবরোধের সময় তবলিগের মুরব্বীরা গিয়েছিলে খালেদা জিয়ার কাছে - অনুরোধ করেছিলেন - বিশ্ব ইসতেমার সময় অবরোধ স্থগিত করতে। কিন্তু বিএনপি সাফ সাফ বলে দিয়ে ছিলো নেহি। কভি নেহী। অবরোধ চলবে। টিভিতে দেখেছিলাম মুরব্বীদের হতাশ আর বিষন্ন চেহারাগুলো।

আজ বিএনপি আরো কিছু বাম-ডান সাইট কিক সাথে নিয়ে সরকার পতনের আন্দোলন করছে - তা আজ কাল চুড়ান্ত রূপ নেবে এমন একটা ধারনা দেওয়া হচ্ছে - কিন্তু চুড়ান্ত আন্দোলনের ধাপ যেতে অক্টোবের পুঁজার জন্যে একটা ব্রেক নিতে হবে - এই ধারনা খোদ বিএনপি থেকে পাওয়া যাচ্ছে।

মুসলিমদের বড় জমায়েত বিশ্ব ইসতেমাকে ইগনোর করা এই দল আজ সেকুলার হয়ে উঠছে - এরা পুঁজার প্রতি সন্মান দেখানোর চেষ্টা করছে। বটে। এইটা মনে হচ্ছে বিএনপির পথে আসার মতোই। ভানু বন্দোপাধ্যায়ের একটা কৌতুকে আছে স্বামী স্ত্রীর সাথে ঝগড়ায় না পেড়ে যখন স্ত্রঅর কথায় রাজী হয় - তখন স্ত্রী বলে উঠে - পথে আসো।

এই পথে আসার অবশ্য একটা কারন আছে - বিএনপির জন্ম হয়েছিলো এক সামরিক সরকারের ছত্রছায়ায় - সেই দলে মুলত দুইটা স্রোত এসে মিলেছিলো - একটা ছিলো মুসলিম লীগ - যারা ইসলামের নামে রাজনীতি করতো - আরেকটা চিনপন্থী বাম- মুলত মাওলঅনা ভাসানীর সমর্থকদল। কালের আবর্তের মুসলিমলীগের ধারা হারিয়ে গেছে - এখন রয়ে গেছে বামপন্থীরা - এদের প্রভাবে বিএনপি মুলত একটা সেক্যুলার দলে পরিনত হয়েছে - শুধু মাত্র দলে শীর্ষ নেতা একজন নীতি - আদর্শহীন মানুষ। তাই বিএনপি একটা স্থবির দলে পরিনত হচ্ছে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:১৯

আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: বিশ্ব ইজতেমার সঙ্গে অবরোধও চলবে বলে সাফ জানিয়েছেন দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:২৫

নিমো বলেছেন: বিএনপি মানে হল বাংলাদেশ নাথিং পার্টি।

৩| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:২৭

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: লাভ নাই, ক্ষমতায় যাইতে পারবে না। হুদাই এই সব করে লাভ নাই।

৪| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: টপিকটাখাওয়ার মতোই। চালিয়ে যান গভেষণা সার্থক হলে যদি দেশ প্রেম জাগে একদিন বুদ্ধিসম্পন্ন ব্যাক্তিতে পরিনত হবে পারবেন।

৫| ১৪ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, ততদিন বিএনপি কোমর সোজা করে আর দাঁড়াতে পারবে না।

৬| ১৪ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৪

প্রজ্জলিত মেশকাত বলেছেন: আওয়ামীলীগ কি করেনি ভাই? আমার সোনার বাংলাকে ভারতের পদতলে ঠেলে দেয়নি~! আপনাদের মতো অন্ধ আর বধির দলান্ধদের জন্যেই দেশের এই অবস্থা। নিশ্চয় আপনি কোটিপতি দালাল। নইলে বাজারে গেলে প্রাণ উষ্ঠাগত হতো। ৬ অংকের রোজগার দিয়েও আজ দিন চলেনা। সাধারণ মানুষের কথা বাদই দিলাম।

১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:২৫

আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: আপনি কি ভারতে পায়ের নীচের থেকে কথা বলছেন? ভারতের পায়ের চাপ কেমন?

৭| ১৪ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫১

অক্পটে বলেছেন: হিজড়ার কাছে সন্তান আশা করা আর আওয়ামী লীগের কাছে সুস্থ্য ভোট আশা করা দুটোই সমান ব্যাপার হবে। আওয়ামীী লীগ ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। তাই তাদের বর্তমান স্বৈরতান্ত্রিকতার জন্য ইতিহাসের জঘন্যতম শিক্ষার জন্য তাদের তৈরী থাকা দরকার। কিন্তু ইতিহাসের শিক্ষা তারা ভুলে বসে আছে।

১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:২৮

আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: বাংলঅদেশের ইতিহাসে একমাত্র আওয়ামীলীগই শান্তিপূর্ন ভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলো - তারপর সব ইতিহাস। যাই হোক - লন্ডনী হুজুর আর জামাতে বাদ দিয়ে বিএনপি লাইনে আসলে আমরা সবাই বিএনপির সমর্থক হবো।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩১

অক্পটে বলেছেন: সেই অক্টোবরে লেখা আজ জবাব দিলেন। আপনি মানসিক ভাবে একটুও বদলান নি যেমন বদলায়নি আমলীগ। কাল ভোট হচ্ছে। ১২ তম সংসদের জন্য। কেমন ভোট হবে। কে জিতবে সব কিছুর উত্তরও জানা। বাটপারী আর জোচ্চোরীর মাধ্যমে অবৈধ ক্ষমতার নবায়ন মাত্র। এতেই আপনি খুশিতে গদগদ। কোন সন্দেহ থাকার অবকাশ নেই যে এবারেরটা হচ্ছে একটি সমকামী নির্বাচন। একই দলের মধ্যে নির্বাচন, শুধ সিট ভাগাভাগির নির্বাচন। এটা জাতীয় নির্বাচন নয় বরং এটাকে আমলীগের জাতীয় সম্মেলন বলা যেতে পারত। নিজেরে অঙ্গসংগঠন সহযোগী সংগঠনের লোক দিয়ে কি জাতীয় নির্বাচন হয়। সবাই আমলীগ। সবারই সমান ধরনে কামনা যে শুধুমাত্র আমলীগই ভোটে অংশ নেবে আর কেউ নয়। সমকামী দিয়ে বাচ্চা পয়দা হয়না। সমাজ নষ্ট হয়। আমলীগ সমাজ নষ্ট করছে। হিজড়াদের কোন লজ্জা থাকেনা আমলীগেরও নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.