নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিরকূট

আ. স. ম. জিয়াউদ্দিন

আ. স. ম. জিয়াউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

টুকরা আলাপ

০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৭



বেশ কিছুদিন ধরে দেখছি - রাজনীতিটা বুঝার চেষ্টা করছি - উপসংহার হলো - একটা নির্বাচন হয়েই যাচ্ছে - এখানে একদল লোক তাদের পছন্দের প্রার্থীকে পাচ্ছে না - এইটা খুবই দুঃখজনক - কিন্তু এইটাও একটা রাজনৈতিক অধিকার - ১৯৭০ সালে মাওলানা ভাসানীর বিরাট দল ন্যাপ "ভোটের আগে ভাত চাই" - এই শ্লোগান দিয়ে ভোট বর্জণ করেছিলো - কিন্তু শেখ মুজিবুর রহমান সকল অড উপেক্ষা করে ভোটে গেলেন - ফলাফল বাংলাদেশের জন্ম হলো।

ঐতিহাসিক সত্য হলো আজকের ভোট বর্জনকারীদের অনেকেই মাওলানা ভাসানীর সমর্থক ছিলেন - এইটা কাকতালীয় হতে পারে।

কি হতো ভোটে গেলে - সবচেয়ে খারাপ আউটকাম হতো ক্ষমতায় যাওয়া যেতো না - কিন্তু পারিপার্শিক চাপে একটা তুলনামুলক ভাল নির্বাচন করা ছাড়া উপায় নাই - সেই সুবাদে একটা শক্তিশালী বিরোধীদল সংসদে থাকতো - যারা সরকারকে অন্তত জবাবদিহীতার মুখে ফেলতে পারতো।

বর্জনের ফল কি - জানি না - ভবিষ্যতই বলে দেবে - মুসলিম লীগ, ন্যাপ আর জাসদের ইতিহাস হয়তো আবার পুনরাবৃত্তি হবে - কে জানে!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:১৪

সামরিন হক বলেছেন:
কি হতো ভোটে গেলে - সবচেয়ে খারাপ আউটকাম হতো ক্ষমতায় যাওয়া যেতো না - কিন্তু পারিপার্শিক চাপে একটা তুলনামুলক ভাল নির্বাচন করা ছাড়া উপায় নাই - সেই সুবাদে একটা শক্তিশালী বিরোধীদল সংসদে থাকতো - যারা সরকারকে অন্তত জবাবদিহীতার মুখে ফেলতে পারতো।[/sb

যথার্থ বলেছেন।

২| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৪৪

কামাল১৮ বলেছেন: ভাসানী ভোটের আগে ভাত চেয়েছে কিন্তু বিএনপি ভোটের আগে ক্ষমতা চায়।আর তারেক ভোটের আগে ক্ষমতায় যেতে না পারলে ধানের শীষ হারাবে।তাই নিশ্চিত হয়ে ভোটে যেতে চায়।ধানের শীষ হারানোর ভয়েই ফখরুল ইসলাম ভোটে পাশ করার পরও শপত নিতে দেয় নাই তারেক।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৬

বিজন রয় বলেছেন: ক্ষমতায় না গিয়েও অনেক কিছু করা যায়।

এরা তা বোঝে না।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৩

বাকপ্রবাস বলেছেন: বিএনপিকে নসিহত দেবার সময় ফুরিয়ে গেছে, ঠেঙ্গানো পার্টিটা কী করবেন সেটাই এখন মূখ্য বিষয়

৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২০

মৃতের সহিত কথোপকথন বলেছেন: আমি সামনে তাকিয়ে আছি

৬| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: নোংরা রাজনীতি আমাদের। ছিঃ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.