নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

eskimoblog

আ. স. ম. জিয়াউদ্দিন

আ. স. ম. জিয়াউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

তবলীগ জামাতের বিভাজন আর রাজনৈতিক দাবা খেলা

২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:৫৮

তবলীগ জামাত বিভক্ত হয়েছে অনেক আগে - একবার মারামারিও হয়েছে - কিন্তু তৎকারীণ প্রশাসনের সক্রিয়তা একটা সমঝোতার ভিত্তিতে চলছিলো এতোদিন। কিন্তু এই অবৈধ দূর্বল সরকারের দূর্বলতার সুযোগে মামুনুল হক সাদপন্থীদের উপর চড়াও হয়েছে - এবং সরকারও মামুনুল হকের কথামতো চলছে - সাদপন্থীরা এখন নির্যাতনের শিকার হচ্ছে। মজার বিষয় হলো বড় বড় আলেমরা এই বিষয়ে নীরব।

সাদপন্থীদের অপরাধ কি - মাদ্রাসায় যাকাতের টাকার দেওয়া যাবে না আর ধর্মীয় কোন কাজ করে কোন অর্থগ্রহন করা যাবে এই ঘোষনাতো - এইটা কওমীদের পেটে লাথি মারার শামিল। মনে আছে কি না - করোনার লকডাউনের সময়ও কওমীরা কোরবানী চামড়া সংগ্রহের জন্যে তাদের মাদ্রাসার ছাত্রদের বিশেষ আনুমতি নিয়ে নামিয়েছিলো।

আর একটা কথা - যেইদিন থেকে মাদ্রাসার ছাত্রদের রাজনীতির মাঠে ব্যবহার শুরু হয়েছে - সেইদিন থেকেই মামুনুল হকরা গুরুত্বপূর্ন হয়ে উঠেছে। অবৈধ সরকারের ক্ষমতায় থাকার জন্যে এই শক্তিকে খুবই দরকার।

কওমীদের সাথে ইউনুসের একটা বিশেষ মিল আছে - এরা দুইদলই দারিদ্রতাকে পুঁজি করে - একদল কিন্তিতে আটকায় আরকেদল ধর্মের কথা বলে দরিদ্র শিশুদের আটকায়।

তবলীগ জামাতের মতো একটা আন্দোলনকে রাজনৈতিক সুবিধার জন্যে ধ্বংস করলো মামুনুল হকরা আর তার পিছনে আছে জামায়াতে পরিকল্পনা। কারন বাংলাদেশে এই পর্যন্ত জামায়াতের সবচেয়ে বড় বিরোধী ছিলো দেওবন্দীরা - এখন দেওবন্দীরা বিভক্ত - তার ফসল ভোগ করছে জামায়াত।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অত্যন্ত গুরুত্ব পূর্ণ কথা,
সকলের ভেবে দেখার সময় এসেছে
না হলে এই আগুনে
সমস্ত দেশ বাসী পুড়বে ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:১৮

শিশির খান ১৪ বলেছেন: ধর্ম প্রচার করার জন্য এক ভাই আরেক ভাইয়ের উপর হামলা করতেছে এমন কি হানাহানিতে মানুষ নিহত হচ্ছে। ধর্ম প্রচারের ধরণ যদি এমন হয় তে হলে তবলিক জামাতের কর্মকান্ড একে বারে বন্ধ করে দেওয়া উচিত। আগে মানুষের মাঝে শিক্ষার অভাব ছিলো প্রতন্ত অঞ্চলের মানুষ ইউ টিউব ,ইন্টারনেট ,ধর্মীয় বই খুঁজে পেতো না তখন ধর্ম প্রচারে তবলিক জামাত ভালো ভূমিকা রেখেছে। এখন এই যুগে যে কেউ মোবাইলে ধর্ম সম্পকিত যে কোনো বিষয় নিয়ে অনুসন্ধান করলে সহজেই উত্তর খুঁজে পাচ্ছে এখন আর আর তবলিক জামাতের প্রয়োজন নেই। যারা ধর্ম প্রচারের নামে সমাজে বিভেদ সৃষ্টির করে হানাহানিতে লিপ্ত হয় তারা আসলে ধার্মিক লেবাছে শয়তান। এই দুই গ্রূপের লোকই ভন্ড এরা ধর্ম কে ব্যবহার করে সমাজে নৈরাজ্য সৃষ্টি করছে আর যারা এদের অনুসারী তারা হচ্ছে অশিক্ষিত বলদ।

২৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২৯

আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: বন্ধ করবে কে? রাষ্ট্র? সেইটা ভুর চিন্তা - সব কিছুতে রাষ্ট্রের হস্তক্ষেপ রাষ্ট্রকে নীপিড়ক বানায়।

বর্তমানে তবলীগ জামাত সম্পর্কে কিছু আবেগ আর মীের কারনে মানুষ যায় - সেই মিথ ভাঙ্গানো রাষ্ট্রের কাজ না - আলেমদের কাজ।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৩১

ধুলো মেঘ বলেছেন: মাদ্রাসায় যাকাতের টাকা দেয়া যাবেনা - এটা তো সাদপন্থীদের কথা নয়। এটা স্বয়ং আল্লাহ্‌র কথা। যাকাতের আটটি খাতের মধ্যে মাদ্রাসা নেই। কেবল এতিমখানা পরিচালনার জন্য যাকাত দেয়া যাবে। এটা যারা যাকাত দেয়, তারা খুব ভালো করেই জানে।

ধর্মীয় কাজ করে অর্থ গ্রহণ করা যাবে, কিন্তু কুরআনের তাফসীর করে বিনিময় নেয়া যাবেনা, যেটা বলা আছে সূরা আলে ইমরানের ১৮৭ আয়াতে।

সাদপন্থীদের প্রধান অপরাধ হল - তারা তাদের দাবী নিয়ে সরকারের সাথে আলোচনায় বসতে রাজী না হয়ে ইজতেমা নিয়ে তাদের জোর দেখাতে গেছে। এই অনমনীয় মনোভাবের কারণে সকলে তাদেরকে বর্জনে করেছে।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৩২

সৈয়দ কুতুব বলেছেন: এসবের পিছনে দায়ী শেখ হাসিনা। কওমী জননী উপাধি নিক আরো! :-P

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


মামুনুল কি নিজেকে মুসলিম উম্মাহর ত্রাণকর্তা ভাবতে শুরু করেছে?

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৬

নতুন বলেছেন: রাজনিতির জন্য সবকিছুই হালাল।

মানুনুল হকের হোটেলে ঘুরতে যাওয়াও হালাল, ধর্ম ব্যবহার করে টাকা পয়সা আয়ও হালাল...

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫০

নতুন বলেছেন: যতোই মানুষ ধর্ম ধর্ম করুক।

ধমীয় কাজ থেকে টাকা পয়শা আয়ের ধান্দা বন্ধ হলেই ধর্মীয় প্রতিস্ঠানের নেতারা লাপাত্তা হয়ে যাবেন।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৯

ধুলো মেঘ বলেছেন: মামুনুল হককে দেখলেও আমার কেমন যেন ঘেন্না ঘেন্না লাগে। এদের ব্যাপারে রবীন্দ্রনাথ বলেছেন
"ব্যাটা সাধু বেশে, পাকা চোর অতিশয়"

৯| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: ধর্মের কাজই হলো ক্যাচাল সৃষ্টি করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.