![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা রাজনৈতিক দলের "আত্নপ্রকাশ" হইছে আজ - তার মানে এইটা আত্নগোপনে ছিলো এতোদিন - কথা একদম সত্য - আজ থেকে ান্ত ২০ বছর আগে আজকের ক্ষমতাশীন সরকার প্রধান ইউনুস একটা রাজনৈতিক দল গঠনের ইচ্ছাপ্রকাশ করেছিলো কোলকাতায় ডিপ্লোম্যাটদের সাথে একটা মিটিং এবং সেনাবাহিনীর সহায়তা ১৭ বছরের আগে "নাগরিক শক্তি" নামে একটা দলের সুচনার করেছিলেন - কিন্তু ব্যর্থ হয়ে দলকে আত্নগোপনের পাঠান - সেই দলটিই আজ একটা সামান্য নাম পরিবর্তন করে প্রকাশ্য এসেছে। যাই হোক এইটা আলোচনা বিষয় না - আমরা এই দলের আত্ন প্রকাশের সাথে কিছু ঐতিহাসিক ঘটনাবলীর মিল খুঁকার চেষ্টা করবো:
১) বিএনপি - জেনারেল জিয়া রাষ্ট্রক্ষমতায় বসার পর প্রথম ১৯ দফা বাস্তবায়ন কমিটি করে লোকজন যোগার করে - পরে ১৯৭৮ সালে বিচারপতি সাত্তারের নেতৃত্বে জাগদল গঠন করে - পরে নিজে দলে প্রধান হয়ে নাম বদলিয়ে রাখা হয় বিএনপি।
২) জাতীয় পfর্টি - জেনারেল এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখলের পর প্রথম ১৮ দফা বাস্তবায়ন কমিটি করে - পরের বিচারপতি আহসান উদ্দিন চৌধুরীর নেতৃত্ব জনদল গঠণ করে - পরবর্তিতে নিজে রাজনীতিতে আসে পার্টির নাম পরিবর্তন করে জাতীয় পার্টি রাখা হয়।
৩) জেএনপি - রাষ্ট্ররক্ষমতা দখলের পর প্রথম জাতীয় নাগরিক কমিটি চালু করা হয় পরে তা জেএনপি নামে আত্নপ্রকাশ করে
এখনে সামান্য ব্যতিক্রম ছাড়া মোটাদাগে এই তিনদলের জন্মের প্রক্রিয়া একই - এরা দেশের শাসন ব্যবস্থা বিপর্যন্ত করে আর্মির শক্তি আর রাষ্ট্রের অর্থ ব্যয় করে মুলত এন্টি আওয়ামীলীগ ধারা তৈরী করার চেষ্টা করছে - এতে প্রথমবার এবং এইবার আওয়ামীলীগের উপর প্রচন্ড নির্যাতন আর স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদরদের দল জামায়াতকে নিজেদের মিত্র বানিয়েছে - অবশ্যই পাকিস্তান যারা ৩০ লক্ষ মানুষ হত্যার পর সামান্য দুঃখিত না তাদের মিত্র বানিয়েছে - শুধুমাত্র ভারত আর আওয়ামীলীগের বিপক্ষে অবস্থান ধরে রাখার জন্যে।
এবার দেখার বিষয় - যখন আর্মি ব্যারাকে ফিরে যাবে আর রাষ্ট্রীয় অর্থ আর প্রটেকশন নিশ্চয়তা শেষ হয় যাবে তখন বাস্তবতা কিভাবে মোকাবেলা করে সদ্য আত্নপ্রকাশকারী দলটি - আর ইউনুসের ভূমিকাই বা কি হবে সেইটার দেখার বিষয় হবে।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০২৫ রাত ১:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পেটের সাথে সমঝোতা করেই ডাল খেয়ে থাকে খাদকগন।