নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুল ব্লগঃ https://www.somewhereinblog.net/blog/eskimoblog

আ. স. ম. জিয়াউদ্দিন

মুল ব্লগ

আ. স. ম. জিয়াউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

বিচার বনাম প্রতিহিংসা

১০ ই জুলাই, ২০২৫ রাত ১১:১০

আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দূর্বল অভিযোগপত্রের কারনে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো হাস্যরসের কারন হয়ে গিয়েছিল - তাই বিবিসিকে দিয়ে ১৮ সেকেন্ডের একটা কাটপিস মুল প্রমান হিসাবে আদালতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

এখন দেখার বিষয় এই ১৮ সেকেন্ডের কাটপিস দিয়েই কি শেখ হাসিনার ফাঁসীর রায় দেওয়া হবে নাকি আরো নাটক হবে?

মনে রাখার দরকার - সীমা একবার লংঘন করলে তা হয়ে যায় উদাহরন - বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে পঁচিশ বছর দেড়িতে কিন্তু শত চাপের পরও আইনানুগ ভাবেই বিচার হয়েছে - বিশেষ আদালত করে দ্রুত ফাঁসীর ব্যবস্থা করা হয়নি - এমন কি ৫০ বছর পর হওয়া যুদ্ধাপরাধের বিচারেও আসামীদের যথাযথ আত্নপক্ষে সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিলো।

সুতরাং আজ যদি শুধুমত্র প্রতিশোধ আর জিঘাংসার কারনে একটা নাটক করে রাজনৈতিক রায় দেওয়া হয় - এইটা একটা উদাহরন হয়ে থাকবে আর ভবিষ্যতে মিউজিক্যাল চেয়ার বদলে গেলে আজ যারা একটা নাটকের কুশলীব তাদেরও হয়তো এমন একটা অবস্থায় সন্মুখিন হতে হতে পারে।

একটা রাষ্ট্র আর তার ভবিষ্যতেের কথা বিবেচনা করে সর্বোচ্চ ন্যয়ের উপর ভিত্তি করেই বিচার কাজ করা উচিত।

যাই হোক ড. হুমায়ূন আহমেদের বদৌলতে শুনা কুদ্দুস বয়াতীর গানটা আবার মনে করি -

এই দিন দিন না আরো দিন আচে
এই দিনেরে লইয়া যাইবো সেই দিনেও কাচে

সবাই শুভেচ্ছো।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২৫ রাত ১২:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইতিহাস বার বার ফিরে আসে ।

২| ১১ ই জুলাই, ২০২৫ ভোর ৫:৫৭

এইচ এন নার্গিস বলেছেন: আমি সহমত পোষণ করি ।

৩| ১১ ই জুলাই, ২০২৫ সকাল ৭:১৫

ক্লোন রাফা বলেছেন: ইতিহাস বিদায় বলে না। ইতিহাস বলছে আবার দেখা হবে

৪| ১১ ই জুলাই, ২০২৫ সকাল ৮:৪১

কামাল১৮ বলেছেন: বিচারে শততা এবং জবাবদিহিতা দুটোই থাকতে হবে।তবেই বিতর্ক হবে না।

৫| ১১ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: মানুষ সব বুঝে। সব জানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.