![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন মধ্যরাতে বয়োবৃদ্ধ এবং অসুস্থ ড. আবুল রাকাত কে গ্রেফতার করা হলো?
এই প্রশ্নের উত্তর জানার জন্যে আমাদের জানতে হবে কে এই আবুল বারাকাত?
উনি একজন মুক্তিযুদ্ধ এবং প্রথা বিরুদ্ধে সাহসী অর্থনীতিবিদ - যিনি প্রথম বাংলাদেশে জামায়াতের নিয়ন্ত্রিত এতটা স্বতন্ত্র অর্থনীতির বিষয়ে মানুষের চোখ খুলে দিয়েছিলেন (জামায়াতের অর্থনীতির সাথে তুলনা করা যায় ফিলিস্থিনের হামাসের কর্মকান্ডের সাথে) - উনার গবেষণা পত্র প্রকাশিত হওয়ার পর মৌলবাদের অর্থনীতি বিষয়ে ব্যপক আলোচনা শুরু হয় - কিন্তু তা এক সময় রাজনৈতিক ঢামাঢোলে হারিয়ে যায় কিন্তু মৌলবাদের সমান্তরাল অর্থনীতি আরো শক্তিশালী হয়ে উঠে - যা মুল অর্থনৈতিক কাঠামোর জন্যে হুমকি স্বরূপ।
আবুল বারাকাতের আরো কাজ - যা জামায়তকে বিব্রত করেছে তা হলো সংখ্যালঘুদের দেশ ত্যাগের বিষয়ে গবেষনা।
উনার নামে দূর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে সাম্প্রতিক - কিন্তু তার অনুসন্ধান এবং আইনী প্রক্রিয়া সম্পন্ন না করেই মধ্যরাতে গ্রেফতার মুলত মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আর জামায়াত বিরোধীদের মধ্যে আতঙ্ক তৈরীই মুল লক্ষ্য বলে মনে করছি।
জামায়াত ৭১ এ একই কাজ করেছে - আল বদর বাহিনী দিয়ে তাদের বিরোধী বুদ্ধিজীবিদের হত্যা করেছে - এবার এই অনির্বাচিত সরকারের ছত্রছায়ায় একই কাজ করছে আগেও- এইটা পরিষ্কার যে পপুলার ভোটে জামায়াত আপাতত ক্ষমতায় যেতে পারবে না - তাই আর্মী আর অনির্বাচিত সরকারের সুবিধা নিয়ে নিজেদের অর্থনৈতিক ভিত মজবুত করার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক বিরোধীদের দমন করে নিজেদের বয়ানকে জনগনের কাছে বিনা বাঁধায় প্রচার করার একটা পরিকল্পনা অনুসারে কাজ করছে।
বলা দরকার - শাহরিয়ার কবিরকে কেন বিনা বিচারে আটক করে রাখা হয়েছে - কারনতো একই, তাই না?
সবারই ভাল থাকবেন - নিরাপদে থাকবেন।
২| ১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যারা গ্রেফতার করেছেন, যে বিচারক তাকে কারাগারে পাঠাতে বলেছেন, তারাও কি জামায়াতপন্থী?
৩| ১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শুধু জামায়াত জামায়াত করলে, আসল অপরাধীরা পালিয়ে যাবে।
৪| ১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কতটা মিথ্যা বলে মনে করেন?
৫| ১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দুদক বলছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালজালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে ২৯৭ কোটি টাকা ঋণ দিয়েছিলেন।
এটা পুরোপুরি মিথ্যা হয়ে থাকলে, তদন্ত করলেই বেরিয়ে আসবে। তাহলে, চিন্তা করছেন কেন?
৬| ১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৩২
শাহ আজিজ বলেছেন: দুদক বলছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালজালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে ২৯৭ কোটি টাকা ঋণ দিয়েছিলেন।
এটাই সত্যি । বারাকাত ভাই সৎ মানুষ এবং আমার পরিচিত । অত বড় পোস্টে চাকুরির সময় উপরের আদেশ নির্দেশ শুনতে হয় , এটাই নিয়ম ।
৭| ১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
@শাহ আজিজ ভাই,
আমি উনার সামনে প্রেজেন্টেশন করেছি একবার, আমার কাজিনের সাথে। একটা ইকোনমিক কনসেপ্ট উপস্থাপন করেছিলেন আমার কাজিন ডঃ শফি খালেদ। তখন খুব কাছ থেকে ডঃ বারকাতকে দেখার সুযোগ হয়েছে কয়েক দিন।
উনার বলে দেওয়া উচিৎ - সেই উপরের মানুষগুলো কারা যাদের জন্যে তাকে এরকম হেনস্থা হতে হচ্ছে।
৮| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:৩২
জনারণ্যে একজন বলেছেন: @শাইয়্যান, ওই প্রেসেন্টেশনে আপনার ভূমিকা কি ছিল বলা যাবে? 'রোবোটিক্স ইঞ্জিনীরিংয়ে কুকুরের এক লোহার ঠ্যাঙের অত্যাশ্চর্য অবদান' অথবা 'মঙ্গলগ্রহে কফি চাষ প্রকল্পে বাংলাদেশের ভূমিকা' এই জাতীয় কিছু?
বাই দ্য ওয়ে, আপনার ঢোলটা কি গন্ডারের চামড়া দিয়ে তৈরী? নিজের ঢোল এত পেটান, মাগার ফেটে যেতে তো দেখি না!
৯| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৮:৩৯
জনারণ্যে একজন বলেছেন: @ জিয়া, পোস্টবহির্ভূত মন্তব্যের জন্য দুঃখিত।
@শাইয়্যান, আগের মন্তব্যে একটা শব্দে বানান ভুল ছিল। মুখ্য-সুখ্য মানুষ, নিজ গুনে ক্ষমা করে দিয়েন।
যাই হোক; ওই মন্তব্য পড়ার পর, ইনিয়ে-বিনিয়ে-নাকি কান্না কেঁদে, একখান আস্ত পোস্ট প্রসব করে ফেলেন - মডারেটরকে উদ্দেশ্য করে।
চৌক্ষের জলে বুক ভাসায়া বিচার দেন।
১০| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৯:০০
ধূসর সন্ধ্যা বলেছেন: এখনো তোমাদের মুক্তিযুদ্ধ নিয়ে ধান্দাবাজি বন্ধ হল না?
টাকা জালিয়াতের সময় তো মনে থাকে না কে মুক্তিযোদ্ধা আর কে রাজাকার । কেবল ধরতে গেলেই সবাই মুক্তিযোদ্ধা হয়ে যায়।
১১| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৯:০৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
@জনারণ্যে একজন,
দারুণ দুটি আইডিয়া দিয়েছেন। এই নিয়ে একটি ব্লগ পোস্ট প্রসব হইবেক। উতসর্গ আপনাকে করবো।
১২| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৯:১২
কামাল১৮ বলেছেন: হাজার হাজার ভালো লোক জেলে আছে।আর সত্যিকারের খারাপরা ছাড়া পেয়ে গেছে।ইউনুস নিজেই এক জন সাজাপ্রাপ্ত আসামি।হাসিনা তাকে বাইরে থাকার সুযোগ করে দিয়েছিলো।দেশে থাকলে আবার জেলে যাবে ইউনুস।
১৩| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৯:১৭
সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@শেখ হাসিনাও সাজাপ্রাপ্ত আসামি। তিনি ভারতে পলায়ে আছেন ।
১৪| ১১ ই জুলাই, ২০২৫ রাত ৯:১৯
সৈয়দ কুতুব বলেছেন: আবুল বারাকাত ভুল দলের চামচামি করেছেন। সে দলের লুটপাট নিয়ে কোনোদিন কথা বলেন নাই।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যত দূর শুনেছি, উনি রাশিয়া ঘরানার অর্থনীতিবীদ।