নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুল ব্লগঃ https://www.somewhereinblog.net/blog/eskimoblog

আ. স. ম. জিয়াউদ্দিন

মুল ব্লগ

আ. স. ম. জিয়াউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

এখন একটা মাতম উঠছে - হায় বিএনপি, হায় তারেক।

১২ ই জুলাই, ২০২৫ রাত ৮:২৫


এই তারেকের নিবুর্ধিতা আর রাজনীতি সম্পর্কে দক্ষতার অভাবে লন্ডনে যাওয়ার পর থেকেই শিবির-জামাত তারেককে ঘিরে রেখে জামায়তের এজেন্ডায় কাজ করিয়েছে - তার একমাত্র কাজ ছিলো শেখ হাসিনা আর আওয়ামীলীগের বিরোধীতা করা - সেই কাজ শেষ - এখন তারেকে টার্গেট করেছে জামাত - সাথে চরমোনাই। বরাবরই বলে এসেছি ২০১৩ সালে যদি বিএনপি জামাত রক্ষার লক্ষ্য না নিয়ে আওয়ামীলীগের সাথে সমঝোতার করে নির্বাচনে যেতো - তাইলে তত্ত্বাবধায়ক নামক ভাংগা বেড়া দিয়ে শিয়ালের মতো ইউনুস আর আমেরিকান দালালরা ঢুকে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতো পারতো না।

আর বিএনপি একটা কিংস পার্টি হিসাবে তৈরী করেছিলো জেনারেল জিয়া - যা ছত্রভংগ করে দিয়েছিলো জেনারেল এরশাদ - কিন্তু জেনারেল এরশাদের সাফল্য থামিয়ে দিয়েছিলো শাহ আজিজুর রহমান আর মসিউর রহমান যাদু মিয়ে - এরা গৃহবধু খালেদাকে রাজনীতিতে নিয়ে এসে গ্রাসরুট পর্যায়ে বিএনপিকে রক্ষা করে - কিন্তু খালেদা জিয়ার জামায়াতের প্রতি অতি নির্ভরতা আর ভারত বিরোধীতার জন্যে পাকিস্তানের এজেন্ডায় পড়ে বিএনপিকে একটা রাজনৈতিক দল হিসাবে গড়ে তোলার পরিবর্তে ক্যাডার নির্ভর টপ-ডাউন একটা সন্স্রাসী সংগঠন হিসাবে গড়ে তোলে। তারেক এই সন্ত্রাসকে আরো উচু পর্যায়ে নিয়ে যায় ২০০১ থেকে ২০০৫ এ - তখন কিবরিয়া, আসানউল্লাহ মাস্টার, মমতাজ উদ্দিন সহ অসংখ্য আওয়ামীলীগের নেতাকর্মী হত্যা করে সবশেষে শেখ হাসিনাকে হত্যা করতে ২১ এ আগস্টের গ্রেনেড হামলা করে।

বিএনপির নামক সন্ত্রাসী সংগঠনকে দ্রুতই বাগে আনে আসিফ নজরুল - নিজেকে বিএনপির সহমর্মী হিসাবে দেখানো এই লোক মুলত বিএনপিকে ধ্বংস করার জন্যে কাজ করেছে এবং করছে - এই লোকের একমাত্র কাজ ছিলো বিএনপিকে বুদ্ধিবিত্তিক ভাবে আওয়ামীলীগের থেকে দুরে সরিয়ে রাখা - অবশেষে যদিও ২৪ এর জুলাইএর সরকার পরিবর্তনের আন্দোলনে মুলত বিএনপির নেতৃত্বে হয়নি - কিন্তু খালেদা জিয়া মুক্তি - বিদেশে চিকিৎসার বিষয়টি সামনে এনে বিএনপিকে একটা ফাঁদে ফেলে দিয়েছে - পরে খালেদাকে বাড়ীর দলিল দিয়ে বাগে আনলেও তারেক কিছুটা বেঁকে ছিলো - ই্‌উনুস নিজে দেখা করে সম্ভবত মামলার ভয় দেখিয়ে নির্বাচন নিয়ে জমে উঠা দাবীকে নিষ্ক্রিয় করে ফেলে।

অন্যদিকে ৫ আগষ্টের পর বিএনপি বড় রাজনৈতিক ভুল করেছে (করাই কথা কারন বিএনপি আসলে রাজনীতি করে না - এরা মুলত সন্ত্রাস নির্ভর দল - যা করে ১৫ বছরে সাফল্য পায় নি - বরঞ্চ মাঠ পর্যায়ে নেতাকর্মীরা দুর্ভোগের মধ্য দিয়ে গেছে - কিন্তু সন্ত্রাসীর নেতা তারেক লন্ডনে আরাম আয়েশে কাটিয়েছে) - ত্ হলো দলীয় নির্দেশনায় আওয়ামীলীগ নির্যাতন আর মামলা বানিজ্য করেছে - এ্ইটা বিএনপির নূন্যতম দলীয় শৃংখলা রাখে নি। যা মুলত আসিফ নজরুলের প্লান ছিলো - আদালত প্রাঙ্গনে মব বাজি - মহামারীর মতো চাঁদাবাজি মুল বিএনপিকে আওয়ামীলীগের বিকল্প হিসাবে আর দেখতে চাইছে না।

অন্যদিকে আওয়ামীলীগকে ঠেকানোর জন্যে রাজনীতি আদর্শিক রাজনীতি বাদ দিয়ে রাজাকার আল-বদর, মৌলবাদী, পীরবাদী সবাইকে মদদ দিয়েছে বিএনপি - তারাই আজ ব্যবহৃত হচ্ছে বিএনপির বিরুদ্ধে।

সবশেষে বলি - রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয় - সন্ত্রাস দিয়ে নয় - আর রাজনীতি শুধু যেনতেন ক্ষমতায় যাওয়ার জন্যে নয়। বিএনপি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যে জামাত নামক দানবটাকে লালন পালন না করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে রাজনীতি করতো - তাহলো আজ বিএনপির এই করুন পরিনতি হতো না।

ফিরে যাই ২০১৩ সালে - যুদ্ধাপরাধীর বিচার চললে - বিএনপি একদিকে বলছে আওয়ামীলীগ দেশ বিভক্ত করছে - তাই তারা জামাতে পক্ষে দাঁড়িয়ে গেলো - অন্যদিকে জামাত-শিবির দেশ ব্যাপি অগ্নিসন্ত্রাস করে শত শত মানুষ পুড়িয়ে মারছে আর দায় পড়ছে বিএনপির উপর। আজ বিএনপি হয়তো হাড়ে হাড়ে টের পাচ্ছে জামাত নামক বিষাক্ত সাপটাকে দুধকলা দিয়ে না পোষে আওয়ামীলীগের সাথে জাতিসংঘের মধ্যস্থতা যে সমঝোতা হয়েছিলো তা মেনে নির্বাচনে গেলে কোথায় থাকতো জামাত আর কোর্থা থাকতো বিএনপি আর ইউনুসের মতো বাটপার থাকতো জেলে।

সবা্‌ইকে ধন্যবাদ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২৫ রাত ৯:০৪

সপ্তম৮৪ বলেছেন: বিএনপি রাজনীতি হলো ভারত বিরোধীতা , লীগ বিরোধীতা। সারাজীবন পাকিস্তানের আইএসআই এর পরামর্শে চলা একটা দল থেকে এর চেয়ে আর ভালো কিবা আশা করা যায়।

২| ১২ ই জুলাই, ২০২৫ রাত ৯:২৮

কামাল১৮ বলেছেন: দেশ বিভক্ত হয়ে আছে যখন ভারত ভেঙ্গে পাকিস্তান হয় কখন থেকেই।সেই যে হিন্দু মুসলমান জিকির উঠলো আর থামার নাম নাই।এখান থেকে বের হয়ে না আসা পর্যন্ত মানুষের মুক্তি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.