![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিডফোর্ডের ভয়াবহ হত্যাকান্ড দেশকে নাড়া দিয়েছে - আসলে নাড়ানো হয়েছে পরিকল্পিত ভাবে। এই ঘটনায় পানি ঘোলা করে মাছ শিকারে নেমেছে অবৈধ ইউনুস গং। তার সাংগোপাংগোরা প্রস্তর যুগে ফিরে যাওয়া কথা বলে নানান উস্কানী দিয়ে বিএনপির বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। প্রশ্ন হলো এই ইউনুসের অনুসারীরাইতো এর চেয়ে নির্মম হত্যাকান্ডের জন্যে ইনডেনিটির নিয়েছে। প্রকাশ্যে টিভিতে লাইভ দেখেছি তাদের নির্মমতা - কিভাবে পিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে মানুষ - আর তারা তাদের অপরাধ থেকে দায় মুক্তি নিয়েছে ইনডেমনিটি দিয়ে - আজ আরেকটা নির্মমতাকে নিজেদের এজেন্ডা (নির্বাচন না দেওয়ার চেষ্টা) বাস্তবায়নের জন্যে মায়াকান্না করছে।
আর জামাতের কথা কি বলবো - এরা জন্মগত ভাবেই মুনাফেক - এরাইতো ৭১ এর বাড়ি থেকে ঢেকে এনে মুনীর চৌধুরীকে হত্যা করেছে - ডা. ফজলে রাব্বি - যিনি হার্টের ডাক্তার ছিলেন - হত্যা পর তার হৃদপিন্ড বুক চিরে বের করে রেখেছিলো। আর ২০১৩ সালে সেই অপরাধীদের বিচারকে ভন্ডুল করার জন্যে প্রকাশ্যে পুলিশকে পিটিয়ে মেরেছে - তারা জুলাই সন্ত্রাসে পুলিশকে মেরে বুঝিয়ে রেখে দড়ি ধরে রাখা কিশোরকে হিরো হিসাবে সর্ম্বাধনা দিয়েছে। এখন এরা ইউনুসের পা চাটছে আর তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা বিএনপিকে সাপ হয়ে দংশন করছে।
আর হুজুরদের কথা কি কি বলবো - ২০১৩ সালে মতিঝিলের ঘটনার পর দিন যাত্রাবাড়ি এলাকায় পুলিশ আর বিডিআর সদস্যদের নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে হেফযতের কর্মীরা - সেইখানেই শুরু না - মামুনুল হকে বাবা আজিজুল হকের নেতৃত্বে এরা মসজিদের ভিতরে পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছে।
এখন সবাই সাধু সেজে বিএনপিকে মাইনাস প্রজেক্টে কাজ করছে। আর বিএনপির কথা কি বলবো - রাজনীতিকে সম্পূর্ন ব্যর্থ অর্বাচীন নেতার কারনে শুধু ক্ষমতা যাওয়ার স্বপ্নই শেষ হয়ে যাচ্ছে না - তাদের বিলীন হওয়ার রাস্তাও খুলে গেছে - তাদের আশ্রয়ে প্রশ্রয়ে বেড়ে উঠা উগ্র জংগীবাদ আর রাজাকার আল-বদর বাহিনীই ইউনুসের এজেন্ডা "মাইনাস টু" বাস্তবায়নে বিএনপিকে ধ্বংস করার কাজে নেমে পড়ছে।
এখনও সময় আছে - রাজনীতির পথে এসে আওয়ামীলীগ পিটানোর জন্যে ইউনসের লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ না করে ইউনুসের পদত্যাগ আর একটা নিরপেক্ষ নির্বাচনের দাবীকে সামনে আনা আর নিজের দলকে কঠোর ভাবে নিয়ন্ত্রনে আনা।
অবশ্য আমার এই আশা হয়তো কখনই পুরোন হবে না - যতদিন হাওয়া ভবনের প্রতিষ্ঠাতা - ২১ এ আগষ্টের গ্রেনেড হামলার পরিকল্পনাকারী তারেকের হাতে বিএনপি থেকে যাবে।
সবাই্ ভালো থাকুন - নিরাপদের থাকুন।
২| ১৩ ই জুলাই, ২০২৫ রাত ৮:২৯
এইচ এন নার্গিস বলেছেন: সঠিক কথা .
৩| ১৩ ই জুলাই, ২০২৫ রাত ৯:১১
শেহজাদ আমান বলেছেন: কুচক্রী সরকারের সাথে জুড়েছে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এনসিপি-জামাত। দেশের মানুষের দ্রুতই এই খেলা বুঝতে পারা দরকার।
৪| ১৩ ই জুলাই, ২০২৫ রাত ৯:৩২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষ বড়ই অদ্ভুত প্রাণী!
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০২৫ রাত ৮:২৫
সৈয়দ কুতুব বলেছেন: এর মাঝে পতিত দলেরও যোগসাজশ আছে।