![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাচীন গ্রিসে একটা গনতান্ত্রিক শাসন ছিলো - তারকে বলা হয় এরোস্ট্রকেসী - যা ছিলো মুলত এলিটদের শাসন - এই এরোষ্ট্রকেসীর অংশ হিসাবে কাজ করতো মুল সমাজের উচ্চবিত্তরা - তাদের মাঝে ছিলো শিক্ষিত এলিট, অর্থিক এলিট, বুদ্ধিবিত্তিক এলিট ইত্যাদি।
বাংলাদেশের জন্মের আগেই এই এলিট শ্রেনী কঠিনভাবে গনতন্ত্রের নামে তাদের প্রভাবকে নিশ্চিত করতে সক্রিয় ছিলো। সেই কারনে বঙ্গবন্ধুর হাতে গড়া সাধারন মানুষের দলকে এরা সব সময় ভয় পায় এবং তাকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতে সচেষ্ট থেকেছে।
এবার আসি বাংলাদেশের এরোস্ট্রেক্যাসি নিয়ে - বাংলাদেশের এই্ উচ্চশ্রেনীর গোষ্ঠীকে চিহ্নিত করার জন্যে সাম্প্রতিক প্রথম আলোর গোল টেবিলে অংশ নেওয়া লোকজন আর তারা কোন শ্রেনীর প্রতিনিধিত্ব করে তা একটু লক্ষ্য করলেই বুঝা যাবে।
প্রথম আলো আর ডেইলী স্টার এই এলিট শ্রেনীর মুখপাত্র।
এবার মুল কথা আসি - সেই গোল টেবিল থেকে চরম হতাশার কথা উঠে এসেছি ইউনুসের শাসনের বিষয়ে - কারন ইউনুস যদিও তাদের লোক কিন্তু মুলত তাদের ব্যবহার করেছে বলেই এরা হতাশ হয়েছে - কারন এখন আর ই্উনুস তাদের পাত্তা দিচ্ছে না - বরঞ্চ বিদেশ থেকে আমদানী করা আরেকটা এলিটদের নিয়ে শাসন চালাচ্ছে।
সেই বৈঠকে ইউনুসের ঘোর সমর্থক দেবপ্রিয় হতাশ হয়ে জানতে চাইছেন সরকারের ভিতরের সরকারটা কে?
আমাদের বিশ্লেষন হচ্ছে - আসলে সরকার বলতে কিছু নেই এখন বাংলাদেশে - বর্তমানে দেশের ক্ষমতায় বসে আছে একটা সিন্ডিকেট। সেই সিন্ডিকেটে আছে -
১) ইউনুসের গ্রামীন আর অন্যান্য এনজিও
২) রাজনৈতিক দল (বিএনপি আর জামা্তের প্রতিনিধি)
৩) সেনাবাহিনী ( একটা অংশ)
৪) মার্কিন দূতাবাস (পাকিস্তানী দুতাবাসেরও কিছু প্রভাব আছে)
এরা এমন একটা অশুভ শক্তি গড়ে তুলেছে যেন কাউকেই কোন দায় বা দায়িত্ব নিতে না হয়। পরষ্পর পরষ্পরের স্বার্থ দেখছে - কিন্তু কেউই সরাসরি দায়িত্ব নিচ্ছে না - যেমন ৫ আগষ্টের পর দেশে যে তান্ডব চলেছে তাকে তারা বলছে মব - ইউনুস বলছে - এটা প্রতিশোধ - চাদাবাজি চরম পর্যায়ে গেছে - মুলত করছে বিএনপি কিন্তু এর দায় দিচ্ছে প্রশাসনের উপর - প্রকৃত পক্ষে শুধুমাত্র শেখ হাসিনা আর আওয়ামীলীগের বিরুদ্ধে জিঘাংসা ছাড়া এদের আর কোন ঐক্য নেই - এরা যত নিকৃষ্ট কাজগুলো করে যাচ্ছে পরপষ্পের কাঁধে ভর দিয়ে - যেমন সাম্প্রতিক সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেফতার করে হাতকড়া পড়িয়ে আদালতে এনে জেলে পাঠানো হলো - সেই মামলা করেছে বিএনপির এক নেতা আর তাকে ধরার পর মির্যা ফকরুল কঠিন শান্তির দাবী করেছে - মজার বিষয় হলো এখন প্রশাসন চালাচ্ছে ইউনুস সরকার - তারা বলবে আমরা কি করবো - বিএনপি মামলা করে - আমরা আইন অনুসরন করেছি। কিন্তু কোন রায়ের জন্যে বিচারপতিকে গ্রেফতার করে হাতকড়া পড়িয়ে হেনস্থা করার যে নিকৃষ্ট নজির স্থাপন করা হলো এরা দায় কে নেবে? ভবিষ্যতে এক ফল কি হবে?
বিএনপির নির্বাচনের দাবী থেকে দুরের রাখতে যেমন ইউনুস যে কোন অপকর্ম করতে পারে - বিএনপিও তাদের জিঘাংসা চরিতার্থ করার জন্যে কিছুদিনের জন্যে ইউনুসকে ক্ষমতায় রেখে দিকে রাজি আর অন্যরা তো নির্বাচন নিয়ে তেমন চিন্তিত হবার করাই নেই - বরঞ নির্বাচন না হলে তারা কিছুটা গুরুত্ব পাচ্ছে।
কিন্তু রাজনৈতিক দলে সাথে ইউনুসের মাখামাখি এলিট শ্রেনীর সহ্য হচ্ছে না - তাই প্রথম আলোর গোল টেবিল থেকে ইউনুসকে একটা সতর্কতা দেওয়া হয়েছে এই মর্মে যে ক্ষমতার মুল দড়ি অন্য কোথাও নয় - তাদের হাতে। সুতরাং সাবধান হয়ে যাও এবং সুশীল ক্লাবে ফিরে আসো।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০২৫ রাত ৮:০৭
সৈয়দ কুতুব বলেছেন: দেশ আল্লাহ চালান;ইনটেরিম উছিলা ওনলি।