![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিনাকী বয়স আর মুক্তিযুদ্ধে নিহতে সংখ্যা বিপ্রতীক অনুপাত সুত্রকে সমর্থন করে।
২০১৩ সাল- ৩০ লক্ষ (সামহোয়ার ইন ব্লগ)
২০২১ সালে - ৩ লক্ষ ( বই - স্বাধীনতা উত্তর বাংলাদেশ)
২০২৫ সাল - ২০ হাজার ( ইউটিউব)
এতে প্রমানিত হয় পিনাকীর বয়স বাড়ার সাথে সাথে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা কমতে থাকবে এবং পিনাকী মারা গেলে নিহতের সংথ্যা শুন্য হয়ে যাবে।
আপনারদের সুবিধার জন্যে এই সুত্রের বিস্তারিত দেওয়া হলো-
বিপ্রতীক অনুপাত (Inverse Proportion বা বিপরীত আনুপাতিক সম্পর্ক) হলো গণিতের একটি ধারণা।
২| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৮
আমি ব্লগার হইছি! বলেছেন: যারা মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা কমাতে চায় তারা বিষয়টি ভেবে দেখতে পারে। নিহতের সংখ্যা একেবারে শূন্য করে ফেলার এমন সুযোগ আর আসবে না।
৩| ১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৪০
ঢাকার লোক বলেছেন: মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে, এ নিয়ে কোনো বিশ্বাসযোগ্য জরিপ বিগত ৫৪ বছরে কেউ করেনি । দুৰ্ভাগ্যজনক, কোনো সরকারই উদ্যোগ নেয়নি। এখনো সময় আছে, প্রতিটি গ্রামে এখনো অনেকে জীবিত আছেন যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, যারা মুক্তিযুদ্ধে গিয়েছেন। গ্রামে কে কে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, যুদ্ধে কে কে মারা গেছেন বা পাকবাহিনীর হাতে মারা গেছেন তারা তা নিশ্চিত করতে পারবেন। সততা ও নিষ্ঠার সাথে একটা নিরপেক্ষ জরিপ করলে এখনো সুযোগ আছে এ সংখ্যা নিরুপন করা। তবে এ সুযোগ আর বেশি দিন থাকবে না !
৪| ১৯ শে আগস্ট, ২০২৫ ভোর ৪:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি শুনলাম- তিনায় নাকি পীর হৈয়াছেন।
৫| ১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:২১
রোবোট বলেছেন: আর কিছু দিন পর নেগেটিভ হয়ে যাবে
৬| ১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: পিনাকি ছাগলের কথা নিয়ে লাফালাফি করার কিচ্ছু নেই।
৭| ১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৪
মেঘনা বলেছেন: পিনাকির আরেকটা ভিডিও দেখতাম সেখানে বলেছে মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নিয়েছিল ৯০ হাজার শরণার্থী।
৮| ১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৪১
বিজন রয় বলেছেন: এক সাইকোকে নয়ে পোস্ট না দিলে ভালো হতো।
অন্য কিছু নিয়ে পোস্ট করুন।
৯| ১৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৭
নতুন বলেছেন: যারা এই সংখ্যা নিয়ে ত্যানা প্যাচায় তারা অবশ্যই মুক্তিযুদ্ধে বিশ্বাসী না।
৩০ লক্ষ সংখ্যা একটা প্রকৃতি সংখ্যা। বঙ্গবন্ধু নিশ্চয় এলাকা ভিক্তিক তালিকা করে এই সংখ্যা বলে নাই। হয়তো তিনি ৩ লক্ষকে ইংরেজীতে 3 Millions বলেছেন।
এমন ভূল হতেই পারে, আর ৩ লক্ষ হলেই পাকিদের অপরাধ কমে যায় না।
পিনিকীকে আমার ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে বলে আমার মনে হয়।
যেমন ৩২ নং ভঙ্গার ফলে দীর্ঘ মেয়াদে আয়ামীলীগেরই লাভ হয়েছে। ৩ লক্ষ/৩ মিলিওন বির্তকে শহীদ, বিরাঙ্গনা, মুক্তিযোদ্ধাদের ক্রেডিবিলিটি নস্টের একটা কাজ শুরু করেছে।
১০| ২০ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২২
সৈয়দ কুতুব বলেছেন: আপনার লেখাটা বড়োজোর কমেন্ট সেকশনে স্থান পেতে পারে। প্রথম পাতার অপব্যবহার করছেন আপনি।