নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুল ব্লগঃ https://www.somewhereinblog.net/blog/eskimoblog

আ. স. ম. জিয়াউদ্দিন

এস্কিমো বল্গ

আ. স. ম. জিয়াউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কেন এতো গুরুত্বপূর্ন হয়ে উঠলো?

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩০

কয়েকদিন আগে টরন্টো ইউনিভার্সিটির এক ছাত্রকে জিজ্ঞাসা করলাম - এ্যাই ছেলে - তোমার ইউনিভার্সিটির প্রধান কে?

বলে রাখা ভাল - টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৩ জন নবেল পুরষ্কার পেয়েছেন তাদের মধ্যে এখনও দুইজন শিক্ষকতা করছেন।

উত্তর দিলো - ঠিক জানি না।

জানতাম ও এই প্রশ্নের উত্তর জানে না - একজন ছাত্রের জন্যে বিশ্ববিদ্যালয়ের প্রধানের নাম জানার চেয়ে অনেক গুরুত্বপূর্ন কাজ আছে।

পরের প্রশ্নটা করলাম - তোমাদের কি কোন ছাত্র সংসদ (স্টুডেন্ট ইউনিয়ান) নির্বাচন হয়।

- হ্যা, হ্য়তো- কিন্তু আমি ভোট দিতে ভুলে গেছি - সেন্টাল, ফেকাল্টি বেসড ইউনিয়ানগুলো সক্রিয় এবং প্রতি বছর ভোট হয়।

ভাবলাম - এরা গনতন্ত্র চর্চা করে না।

(২)

এবার ঐতিহ্যবাহী গনতন্ত্রের জন্যে লড়াকু ছাত্রদের সংসদ নির্বাচন দেখলাম - রাষ্ট্রের গুরুত্বপূর্ন ব্যক্তি থেকে পুরো মিডিয়াতে প্রবল প্রচারে ভেসে গেছে দৈনন্দিন খবরগুলো - কথা বলার জন্যে গ্রেফতার হচ্ছে সন্ত্রাস দমন আইনে - তাও সই - কিন্তু আমার সোনার হরিন চাই। এই সোনার হরিনের সর্বশেষ ধারককে দেখেছি - কি প্রাপ্তি একটা বিশ্ববিদ্যালয়ের জন্যে - এরা আসল কাজ বাদ দিয়ে একটা উন্মাদনার পিছনে ছুটে বা ছুটাচ্ছে কেউ।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজনও নবেল পায়নি - কিন্তু চট্রগ্রাম থেকে ঘুর পথে পেয়েছে - উনি নিশ্চিত করছে ছাত্ররা বেহুদা পড়াশুনা করে সময় নষ্ট না করে যেন দ্রুত কর্মক্ষেত্রে চলে আসে - একদল গাইড মুখস্ত করে বিসিএস - আরেকদল ক্ষুদ্র ঋণ নিয়ে মাছে বা মুরগীর খামার আর আরেকদল গ্রামীন আদম ব্যবসার মাধ্যমে রেমিটেন্স যুদ্ধা -এই হলো একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্বপ্ন আর সংসদের নির্বাচিতরা চাদাবাজীর অবাধ লাইসেন্স তো পেয়েই গেলো।

(৩)

তবে এই কথা তো সত্য - এরা কানাডিয়ানদের থেকে বেশী গনতন্ত্র চর্চা করলো - যার জন্যে জুলাইয়ে হাজার খানেক মানুষ হত্যা করা হয়েছে জঙগী উত্থানের মাধ্যমে।

গনতন্ত্রইতো আসল - আর জ্ঞান চর্চা বেহুদা সময় নষ্ট - অন্তত সমন্বয়ক আর ভিপি নুরকে দেখে তাইতো জানলাম।







মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৫৯

ক্লোন রাফা বলেছেন: আমার মনে হয় আমরা উল্টো পথে হাটতে বেশি ভালোবাসি।তাই দশ
কদম এগোলে এগারো কদম পিছিয়ে যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.