![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন সবারই থাকে। হোক সে দরিদ্র একজন ফুল বিক্রেতা কিশোরী, কিংবা কোনো অভিজাত পরিবারের সন্তান। কেউ অল্পতেই ভীষণ তৃপ্ত, আর কেউ বা যত পায় ততই চায়। সত্যিকার হাসির মাঝে জীবনের স্পন্দন খুঁজে পাওয়া যায়। একদিন এ ছোট স্বপ্ন হতে পারে জীবনের আলোকিত কোনো অধ্যায়। প্রতিটি জীবিকার প্রতি আমাদের সন্মান থাকা উচিত। কারণ সৃষ্টিকর্তার কাছে একই মানুষ সবাই
রাত নিঝঝুম
হঠাৎ! ঘনীভূত মেঘের প্রবল ইশারায় সমস্ত রাত মেঘের তীব্র গর্জনে কেঁপে উঠল
শুরু হলো , এক নতুন মহাকাব্য।
যেখানে , কোন দিন নেই , কোন রাত্রি নেই , কোন আলো নেই।
আছে শুধু রাত্রি , আর বৃষ্টি।
নিকষ কালো মেঘের তীব্র বর্ষন,
যেন কোন অষ্টাদশীর প্রেম বিরহ কান্না,
যেন কোন দেবতার প্রবল আর্তনাদ,
যেন কোন প্রেমসিক্ত যুবকের মনে ভালোবাসার শুভ্র বারি,
অথবা , এটি একটি স্বাভাবিক বৃষ্টি।
অমর সে বৃষ্টি
মেঘ অসীম
রাত্রি অসীম
ভালোবাসা অসীম
কিন্তু , কষ্টে জর্জরিত মানব মন সসীমতার পথ খুঁজে।
বৃষ্টি ধারা অব্যাহত
বান ডেকেছে চতুর্দিক
স্রোতের তোড়ে ভেসে যাচ্ছে সব
সব আবেগ , সব ভালোবাসা , সব বিরহ।
শুধু মহারোহে বেঁচে আছে কিছু প্রাণহীন প্রাণী,
যারা পরিচিত মানুষ হিসেবে।
অবশেষে ভোর হল,
উদয় হল তিমিরবিনাশী রাঙ্গা সূর্য।
ভোরের আলোয় দৃশ্যমান সবকিছু,
সবকিছু যেন বর্ণীল,
লাল!
চারিদিক লাল আলোয় আলোকিত। আকাশে তখন ভেসে বেড়াচ্ছে একখন্ড মেঘ,
নীল ,
মেঘের পাঁজরে তখন সৃষ্টি হচ্ছে নব্য,
নতুন পৃথিবীর নতুন মানবের ,
আলোকিত মেঘের কাব্য।
২| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫০
আমিনুর রহমান বলেছেন:
ভালো লাগা রইল !
৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৪
মিঃ পিঁপীলিকা বলেছেন: ধন্যবাদ এহসান সাবির
৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৫
মিঃ পিঁপীলিকা বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান
৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৩
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
যেখানে , কোন দিন নেই , কোন রাত্রি নেই , কোন আলো নেই।
আছে শুধু রাত্রি , আর বৃষ্টি।
ভালোলাগা রইল পিপিলিকা ! +
৬| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৯
টুম্পা মনি বলেছেন: সুন্দর হইসে। পিলাস।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২১
এহসান সাবির বলেছেন: কবিতায় ভালো লাগা।