নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেধাশূন্য এক অলস ব্লগার

If a writer falls in love with you, you can never die. ---Mik Everett

মিঃ পিঁপীলিকা

স্বপ্ন সবারই থাকে। হোক সে দরিদ্র একজন ফুল বিক্রেতা কিশোরী, কিংবা কোনো অভিজাত পরিবারের সন্তান। কেউ অল্পতেই ভীষণ তৃপ্ত, আর কেউ বা যত পায় ততই চায়। সত্যিকার হাসির মাঝে জীবনের স্পন্দন খুঁজে পাওয়া যায়। একদিন এ ছোট স্বপ্ন হতে পারে জীবনের আলোকিত কোনো অধ্যায়। প্রতিটি জীবিকার প্রতি আমাদের সন্মান থাকা উচিত। কারণ সৃষ্টিকর্তার কাছে একই মানুষ সবাই

মিঃ পিঁপীলিকা › বিস্তারিত পোস্টঃ

প্রেমপত্র

০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০



প্রিয়তম........

পত্রের প্রথমে এক বোতল সালফিউরিক এসিডের মত জ্বালাময়ী শুভেচ্ছা রইলো । প্রিয় আমি তোমাকে ডায়মন্ডের মত ভালবাসি । আমার ভালবাসা E=mc2 এর মত চিরন্তন সত্য । তোমার প্রতি আমার এই ভালবাসা স্প্রিং নিক্তির মাধ্যমেও পরিমাপ করা যম্ভব নয় । প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন থেকেই আমার হৃদয়ের ট্রান্সফরমার তোমার হৃদয়ের Ac তড়িৎ প্রবাহের জন্য অপেক্ষা করে আছে । তোমাকে এক দিন না দেখলে আমার হৃদয় লিফ্ট পাম্পের মত ওঠা নামা করে । বন্ধ হয়ে যায় মানব গিয়ার চাকা । যখন তোমাকে দেখি তখন নিজেকে হিলিয়ামের মত হালকা মনে হয় । প্রিয় আমার মনের পিকচার টিউবে শুধু তোমার ছবি ভেসে ওঠে । ওগো আমার আইসক্রিম,, ওগো আমার সোডিয়াম কার্বোনেট ,, তুমি কি আমার মনের হাইড্রোকার্বনের বুদবুদ এর আওয়াজ শুনতে পাও না ??? তুমি কি আমার নাইট্রোজেন মিথাইল এর মত ভালবাসা বুঝতে পারো না ??? তবে কেন এমন নিষ্ক্রয় গ্যাসের মত আচরন করো !!! ওগো আমার অক্সিজেন সিলিন্ডার । কার্বন-ডাই- অক্সাইডে ভরা এই পৃথিবীতে তোমার বিশুদ্ধ অক্সিজেন দিয়ে আমাকে বাঁচাও । এসো আমরা দুজন আমাদের হৃদয়ের জারণ বিজারণ ঘটিয়ে সমযোজী বন্ধনে আবদ্ধ হই । আমাদের প্রেমের ট্রানজিস্টর ও সিলিকন চিপ কোনো দিনও নষ্ট হতে দেবো না । ভাগ্যের নির্মম পরিহাসে আমাদের প্রেমে যদি মরিচা পড়ে তবে নতুন করে আমরা গ্যালভানাইজিং এর প্রলেপ দিয়ে আমাদের প্রেমকে চাকচিক্যময় করবো ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৫

মিজভী বাপ্পা বলেছেন: প্রেমপত্র কম আমি তো ফিজিক্স+কেমেস্ট্রি= ফিজিওকাইস্ট্রি পড়লাম রে ভাই =p~ =p~ =p~ =p~ B-)) B-)) B-)) B-)) । তা যাই হোক ভালুবাসায় ও তো বিজ্ঞান বিদ্যমান B-)) :-B


পরিশেষে এইটা লিখে দিতেন,

ইতি
তোমার সুপ্রিয়
কার্বিল এ্যামিন :P :P :P B-)) B-)) B-))

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১২

মিঃ পিঁপীলিকা বলেছেন: হা হা হা ঠিক বলেছেন

২| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

সকাল হাসান বলেছেন: একজন বিজ্ঞানীর প্রেম পত্র এমন হতেই পারে! তবে যে মেয়েটিকে এই পত্র দেওয়া হবে, তাকে আগে বিজ্ঞান সম্পর্কে জ্ঞান ধারনা নিয়ে নিতে হবে! নাহলে, এগুলো পাগলের প্রলাপ ছাড়া মেয়েটির কাছে ভিন্ন কিছু মনে হবে না! :P

ভাল লাগলো! +

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১২

মিঃ পিঁপীলিকা বলেছেন: তা তো অবশ্যই .।।

ধন্যবাদ হাসান

৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫০

সকাল হাসান বলেছেন: একজন বিজ্ঞানীর প্রেম পত্র এমন হতেই পারে! তবে যাকে এই পত্র দেওয়া হবে, তাকে আগে বিজ্ঞান সম্পর্কে জ্ঞান ধারনা নিয়ে নিতে হবে! নাহলে, এগুলো পাগলের প্রলাপ ছাড়া তার কাছে ভিন্ন কিছু মনে হবে না! :P

ভাল লাগলো! +

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৫

মিঃ পিঁপীলিকা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.