![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন সবারই থাকে। হোক সে দরিদ্র একজন ফুল বিক্রেতা কিশোরী, কিংবা কোনো অভিজাত পরিবারের সন্তান। কেউ অল্পতেই ভীষণ তৃপ্ত, আর কেউ বা যত পায় ততই চায়। সত্যিকার হাসির মাঝে জীবনের স্পন্দন খুঁজে পাওয়া যায়। একদিন এ ছোট স্বপ্ন হতে পারে জীবনের আলোকিত কোনো অধ্যায়। প্রতিটি জীবিকার প্রতি আমাদের সন্মান থাকা উচিত। কারণ সৃষ্টিকর্তার কাছে একই মানুষ সবাই
আমি জ্বরের জন্য কিনলাম নাপা আর সে কিনল প্রেগন্যান্সি টেস্ট কিট...! মেয়েটা কোন ক্লাশে পড়ে...! সেভেন- এইট, বড় জোড় নাইন হতে পারে এর বেশী হবার কোন কারন নেই। মায়া কাড়া চেহারা আর চট্টগ্রামের বিখ্যাত এক স্কুলের ড্রেস গায়ে চাপানো। ফার্মেসীর সামনে দাঁড়িয়ে সিগারেটের শেষ টান দিচ্ছিলাম। ভার্সিটি পড়ুয়া হবে এমন একটা ছেলে সহ মেয়েটি দাঁড়িয়ে আছে ফার্মেসী সামনে ইতস্তত এদিক ওদিক তাকাচ্ছে আর নিচু গলায় কথা বলছে। মেয়েটা ব্যাগ খুলে ছেলেটার হাতে টাকা ধরিয়ে দিয়ে বাইর দাঁড়িয়ে থাকল, আমি এমন জায়গায় দাঁড়ানো চোখে না পড়ে উপায় নেই। সিগারেট শেষ হওয়ায় আমিও ফার্মেসীতে ঢুকে পড়লাম, ছেলেটি সেখানে এদিক ওদিক তাকাচ্ছে। বিশেষ জিনিসগুলো সব সামনেই ঝোলানো থাকে। প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে ছেলেটা দাম জানতে চাইল, তারপর বলল একটা দিন। নিয়ে বের হয়ে গেল, মেয়েটাকে দেয়ায় সে ব্যাগে ঢুকিয়ে রাখল। পুরোটা সময় আমি মনে হয় ভাষা হারিয়ে ফেলছিলাম, এ কি দেখছি আমি !!! এই টুকুন মেয়ে, যাকে বাসায় এখনও হয়ত সকালের নাস্তা আর রাতের খাবার মা না খাইলে দিলে সে খেতে চায় না। এই মেয়ে এই প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে বাসায় যাচ্ছে !!!! সে কি জানে সে কি করে বসেছে যদি পজেটিভ হয় তাহলে !!!! যে কাজের জন্য এই প্রেগন্যান্সি টেস্ট কিট সে কিনল ওটায় বা কতটুকু বোঝে সে ... ? সম্বিত পেলাম দোকানদারের কথায়, কি লাগবে আপনার। দুটো ওরস্যালাইন, কিনে নিয়ে বাইরে আসলাম, আরেকটা সিগারেট ধরালাম। শরীর পানি শূন্য হয়ে যাচ্ছে ব্যাপারনা, চিন্তা চেতনায়ও শূন্যতা বোধ করলাম ... . বড্ড বেশী পিছিয়ে পড়ছি এই সমাজের সাথে তাল মেলাতে গিয়ে ... . তথাকথিত আধুনিকতা, ধর্মনিরপেক্ষতা এবং ফ্রী কালচার কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? মিডিয়া এই অবক্ষয়গুলি উঠিয়ে ধরেনা। তাই আমরাও এগুলি খেয়াল করিনা। লক্ষ করে দেখবেন, মানুষ তার আই লেভেলের সবকিছুই আগে দেখে এবং খেয়াল করে। সাইডের ইনসিডেন্ট ১০% ও চোখে পড়েনা। ধীরে ধীরে আমরা ডুবে যাচ্ছি অতল গহীনে। জাগবো কবে ... ? সব শেষ হবার পর...
২| ১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১
মিঃ পিঁপীলিকা বলেছেন: ঠিক
৩| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭
কলমের কালি শেষ বলেছেন:
নির্মম ।
১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
মিঃ পিঁপীলিকা বলেছেন: হম
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৪
খেলাঘর বলেছেন:
হতাশ জাতির সিম্পটমস।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৮
প্রেতরাজ বলেছেন: এটা যদি বুঝতে পারত তারা তাহলে ৫-১০ মিনিট সর্বোচ্চ আধা ঘন্টার শারীরিক আনন্দের জন্য তারা নিজেদের এতোটা ক্ষতি করত না।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১১
সাদা গোলাপ বলেছেন: হুম.....বড় কষ্টকর কথা ।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০
ঢাকাবাসী বলেছেন: ক্ষতি কি। পরে প্রেগন্যান্ট হয়ে গর্ভপাত করাতে গিয়ে মরার চাইতে এটা তো অনেক ভালো।