নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

নাজলী নামের মেয়েটি

১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০৫

"নাজলী এখন ভালো আছে"

নাজলীর অসুখ করেছে, আকাশ পাতাল ভাবনায়
ডুবে আছে মেয়েটি।
ঢাকা শহরের উদাস হাওয়া,এলোমেলো পাগলা মিছিলের
আওয়াজে প্রকম্পিত চারদিক, তবুও ভালো আছে নাজলী নামের
মেয়েটি।

গুমোট নগরে
দু:খবোধ জন্ম নেয়, জন্ম নেয় হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশ,
হঠাৎ কোনো পথচারী ছিনতাইর কবলে হাসপাস করছে,
রাস্তার পাশে ফুটপাতের বুকে আছড়ে পড়ছে
বেপরোয়া উদ্ভ্রান্ত কোনো ট্রামের চাকা, তবুও ভালো
আছে নাজলী নামের মেয়েটি।

রেস্তোরাঁয়,পথে প্রান্তরে, সপিং এ মানুষের বিরক্তিকর মুখাশের
আড়ালে ক্রোধ আর ধর্মঘট লুকিয়ে আছে,
এখনই হয়তোবা আগুন জ্বালিয়ে লণ্ডভণ্ড করে
দিবে সবকিছু, তারপরও ভালো আছে নাজলী
নামের মেয়েটি।

সপ্নীল আকাশে আজ বইছে ভালোবাসার দুর্দান্ত বাতাস,
লাল শাড়িতে মেয়েটি ঘুরছে টিএসসি,রমনা বটমূল,
কার্জন হল ও
সোহরাওয়ার্দীর অলিগলিতে। খুব
ভালো আছে নাজলী নামের মেয়েটি।

বাতাসে শুভ্র সোনালি আভা
ছড়িয়ে প্রকৃতি জানান দিচ্ছে গোধুলিকে।
হঠাৎ মনে হলো অজস্র হাতের স্পর্শ ছুঁয়ে যাচ্ছে মেয়েটির
অবয়ব। রক্তেমাখা প্রিয় লাল শাড়ি লেপ্টে আছে সবুজ ঘাসে।

হয়তো সবকিছু থেকে পরিত্রাণ
খুঁজে নেবে মৃত্যুর
আলিঙ্গনে। হয়তো বা প্রিয় মানুষটার সাথে দেখা হবে ওপারে।
অযাচিত কোনো ঘটনায় মুষড়ে পরবেনা আন্দোলিত
ভালোবাসার তাজা রক্তগোলাপ। মনে হবে এই তো
ভালো আছে নাজলী নামের
মেয়েটি।
--------------
১/৩/২৫






মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:১০

জিনাত নাজিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

২| ১৩ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০২

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

১৩ ই মার্চ, ২০২৫ রাত ১০:২৮

জিনাত নাজিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৩| ১৪ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৪ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮

জিনাত নাজিয়া বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.