নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

সকল পোস্টঃ

কবিতা

১৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৫

" তুমি আর আমি-৪৯"

কত বন্ধুর পথ,কত জটিল
সমীকরণে, দাঁড়িয়ে রয়েছি ঠাঁয়,
তুমিও আছ,আমিও আছি,আজও
সেই গল্পের আঙিনায়।
যে গল্পের শুরু তে ছিলো না কোনো ভুল,
ছিলো না কোনো পাপ,শুধু ভালোবাসা
ছিলো দুটো হ্রদয়ের...

মন্তব্য৫ টি রেটিং+১

কবিতা

১৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৪

" তুমি আর আমি-৪৯"

কত বন্ধুর পথ,কত জটিল
সমীকরণে, দাঁড়িয়ে রয়েছি ঠাঁয়,
তুমিও আছ,আমিও আছি,আজও
সেই গল্পের আঙিনায়।
যে গল্পের শুরু তে ছিলো না কোনো ভুল,
ছিলো না কোনো পাপ,শুধু ভালোবাসা ছিলো
দুটো হ্রদয়ের...

মন্তব্য০ টি রেটিং+০

" তুমি ছিলে"

১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২১

৩-" তুমি ছিলে"

তুমি ছিলে আমার কাছে
রঙ ফাগুনে ফুলের মেলা।
চৈত্র দিনের রোদ দুপুরে ভীষণ
খরায় বৃষ্টি নামা।

তুমি ছিলে আমার কাছে
কল্পলোকের রাজার কুমার।
হারিয়ে যাওয়া স্বপ্ন ঘেরা
ভীষন রকম ভালোলাগার।

তুমি ছিলে আমার কাছে
আঁকা...

মন্তব্য৬ টি রেটিং+১

কবিতা

১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৮

" অভিমান"

হাজার গল্পে থাকিস না তুই,
শুধু একটা গল্পে থাক।
আমার কথা নাইবা রাখলি
তোর কথাটাই রাখ।
খুব গোপনে কান্নাগুলো একলা
যখন তোকেই খোঁজে ফিরে।
আমিও দেখেছি,তুইও দেখেছিস
সেই ধানসিঁড়ি নদীটিরে।

জানি গোপন কথা আর কখনো
বলবিনা তো...

মন্তব্য৬ টি রেটিং+১

কবিতা

৩০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৭

৫২-"যদি ভুলে যাও"

যদি ভুল করে ভুলে যাও কোনোদিন
চলে যেও নিজের মতন করে,
শুধু রেখে যেও, কিছু স্মৃতিরা যেখানে
আলগোছে তোমায় ধরে রেখেছিল
আমার না বলা কথায়।

ড্র‍য়ারের সবকিছু নেয়ার সময় যদি
ভুল করে রেখে যাও...

মন্তব্য৮ টি রেটিং+৫

"মৃতের উৎসব "

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৭

" মৃতের উৎসব "

সারিবদ্ধ অনাথ ইচ্ছেগুলো
ঘুমিয়ে আছে পলকহীন এক
শূন্যতায়, সভ্যতার জয়ধ্বনির উচ্ছ্বলতায়
লুটিয়ে পরা কোনো এক
গ্লানিকর সন্ধ্যায়।

নগরীর অগনিত সব সভ্য(?) লোক
ছুটছে প্রয়োজনের তাকিদে,
অনভিপ্রেত কোনো স্পর্শে,
কোনো শব্দে জাগবেনা শৌখিন
...

মন্তব্য০ টি রেটিং+১

এই শহরের মুখ

১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৪


"এই শহরের মুখ"

অদ্ভুত এক আঁধারে ছেয়ে গেছে
এই শহরের মুখ। প্রচন্ড ঝড় আর
বৃষ্টিঝরা বিষন্নতায়,
আমার প্রানপ্রিয় এ শহরের
অশ্রুপাত, বারবার কেন যেন
ভেঙে পরে বারুদের গন্ধে,
স্বার্থান্বেষী,ভয়ানক ক্ষমতা
লোভীদের কঠিন নির্মমতায়।

সে নিজেও...

মন্তব্য৬ টি রেটিং+১

অগোছালো আমি

১৫ ই জুলাই, ২০২৪ রাত ১১:০৩

" অগোছালো আমি"

এলোমেলো আমাকে আমি
মাঝেমধ্যে খুঁজে পাই হোয়াটসআপ
অথবা ম্যাসেঞ্জারে।
কিংবা কোনো ভুতুরে গলির
পিচ্ছিল গহব্বরে। অথবা কোনো
এক পড়ন্ত বিকেলে টি এস সির
আড্ডার চত্ত্বরে।

কেন জানিনা কোথায় যেন
হারিয়ে ফেলেছি আমার সেই
চেনা-জানা...

মন্তব্য২ টি রেটিং+১

পৃথিবীতে সবকিছু পাওয়া হয়ে গেলে জীবনই একসময় পানশে হয়ে যায়, তেমন কোনো চার্ম থাকেনা। সেই মুহূর্তে কিছু না পাওয়া ও মানুষকে অনেক আনন্দ দেয়।

১৪ ই জুন, ২০২৪ দুপুর ২:২০

" আমার স্বপ্নের রাজকুমার "

পাখির ঠোঁটে লিখে দিলাম
ভালো লাগার গান।
বুঝবে কী তুমি? নামতো দেইনি,
থাক, না বোঝাই ভালো। বুঝলে
যদি হারিয়ে ফেলি, এ ভাবেই
থাক চিরদিন।
সেই যে তুমি বুকের ভিতর,
কিশোর...

মন্তব্য৮ টি রেটিং+০

জন্ম আর মৃত্যুর মাঝখানে প্রত্যেকটা অধ্যায় আমারা কাটিয়ে দেই অজানা এক অনুভূতি নিয়ে।

০১ লা জুন, ২০২৪ ভোর ৫:৫৯

"পালাবদল "

পৃথিবীতে আগমনী বার্তা নিয়ে
এলো নতুন এক অতিথী।
এসেই চিৎকার করে জানান
দিলো--- আমি এসে গেছি,
আমি এসে গেছি।

আদরে,আহ্লাদে কেটে গেলো
শিশু বেলা, এলো কৈশোর ।
চোখে তার সমুদ্রের চঞ্চলতা,
নিজেরই দুরন্তপনায় মুগ্ধ...

মন্তব্য১০ টি রেটিং+২

অভিমান

২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১২

" অভিমান "

তোমার ঠোঁটে বোল শিখেছি
তুমি আমার মা, কেমন করে
ভুলছ আমায় বলতে
পারিনা। এমন করে চলে
গেলে, ফিরে ও এলেনা। হয়তো
তোমার সুখেই কাটছে দিন,
আমায় ভাবছ না।

আমি এখন সাগর...

মন্তব্য৭ টি রেটিং+৬

মানব সন্তান

১৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১৯



 


"মানব সন্তান   "

 আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব
মানব সন্তান।
তবে কেন এতো  ভেদাভেদ, 
জাতি ধর্ম নির্বিশেষে? প্রয়োজনে
তো এই আমরাই আবার দেশের ত\'রে
বিলিয়ে দিয়েছি প্রান।

ক্ষিধের রাজ্যে আমরা তো সবাই
ক্ষুধার্ত ,...

মন্তব্য২ টি রেটিং+১

বিবর্ণ পত্রপল্লব

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৭

  "বিবর্ণ পত্রপল্লব"

সহপাঠি ছিলাম,দু\'জন দু\'জনকে
ভালোবাসতাম অসম্ভব।
কিন্তু কেউ কখনো মুখ ফুটে
বলতে পারিনি,
\'\'ভালোবাসি তোমায়\'-সেই
মধুময় ছন্দাবৃত
অমোঘবাণী।

চোখে  চোখ রেখে কখনো 
বা দৈবাৎ, মিলন মেলা
হতো  দু\'জনায়।
ব্যাস, তারপর যে যে
যার যার মত।
বার্ষিক প্রোগ্রাম অথবা
নাটকপাড়ায়,দেখা যে
হতোনা তা কিন্তু নয়।

মাঝে-মাঝে...

মন্তব্য৮ টি রেটিং+১

কবিতা

০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪২

"শেষ অধ্যায়"

তুমি আমায় দেবতাদের দেয়া
অভিশপ্ত সিসিফাস ভেবোনা,
আসলে আমি হই, জলন্ত কোনো অগ্নিকুণ্ড,
অথবা ভালোবাসার দুরন্ত কোনো
এক দুর্বাঘাস।

যেখানে তুমি নিশ্চেন্তে মুখ ডুবিয়ে
শ্বাস নিতে পার। অথবা তুমি
জানই না,...

মন্তব্য১৭ টি রেটিং+৫

কবিতা

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৫

"সিঁথির সিঁদুর "

বাবার ভালোবাসা,মায়ের মমতা
মাখানো সেই ভাতের থালা, বোনের
খুনশুটি আর ছোট্ট ভাইটার
বেহায়াপনা , সবকিছু মুহূর্তে
ভুলিয়ে দিলো কপালজোড়া
এক সিঁদুরের টিপ।

মুখচোরা অমায়িক সেই নদীটির
লাজুক ঢেউ, বাতাসে...

মন্তব্য৪ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.