নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

মানুষ কী শুধুই মানুষ?

০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:২১

১১-"মানুষ কী শুধুই মানুষ? "

মুখ থুবড়ে রাস্তায় পরে থাকা একটা মানুষের
আমরা কী দেখি? শুধুই কীপরে থাকা,
নাকি তার ভিতরের চাপা ক্ষোভ অথবা
জমিয়ে রাখা কোনো অন্ধকার?

চোয়াল ভাঙ্গা সমাজে দাঁড়িয়ে থাকা ভঙ্গুর কোনো ক্লান্ত,
পরিশ্রান্ত হাড্ডিসার এক অবয়ব, যা কেবল চোখে আঙ্গুল
দিয়ে বুঝিয়ে দেয়-
আমিই তোমাদের সংস্কার।

বুকের ভিতর গুমোট আঁধারে ছেয়ে যায় মানবতার
বিরামহীন শব্দ।স্লোগানে,প্ল্যাকার্ডে, ক্যামেরায়
নাকি নিয়নের আলোয় দাঁড়িয়ে থাকা কোনো কঠিন
রক্ত চক্ষুর তিরস্কার, নাকি নীরবে চোখ
বন্ধ হওয়া কোনো আবিস্কার।

এক পা দু পা করে মানবতা হাটছিল
নগ্ন পায়ে, কেউ ফিরেও তাকায়নি,কিভাবে তাকাবে,
চারপাশে তখন অবরোধ, বোমাবাজি, স্লোগান
আর কালো টাকার ছড়াছড়ি,
কার পকেট কত ভর্তি, চলছে তুমুল লড়াই।

তারপরও মানুষ হাসে,না খেয়ে থাকার ক্লান্তি আর
অমানবতার আঘাত সহ্য করে পারবে তো ওরা
বেঁচে থাকতে,নাকি চোখে জল নিয়ে অগ্নিমূর্তি ধারন
করে পৈশাচিক আক্রমনে রুখে দাঁড়াবে?
আমার খুউব জানতে ইচ্ছে করে।

--------------
Z
2-8-25


মন্তব্য ২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিখেছেন অসাধারণ। প্রথম পাতায় ভেসে ওঠা লাইনগুলোই আমাকে আকৃষ্ট করেছে পুরো কবিতাটা পড়ার জন্য। আপনার কম্পোজিশন অসাধারণ, একেবারে আধুনিক, পুরনো রীতির কোনো বালাই নাই। কিছু কিছু শব্দ আপনার স্বকীয়তার পরিচায়ক, যেমন - যা শুধু চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়, আমিই তোমাদের সংস্কার। 'রক্তচক্ষুর তিরস্কার'। 'মানবতা হাঁটছিল'।

তবে, শেষে লাইনটা 'আমার খুব জানতে ইচ্ছে করে' বাদ দিলে কবিতা আরো সাবলীল হবে ও অধিক প্রাঞ্জল হবে বলে আমি মনে করি।

কিছু বানান ভুল আছে। যতিচিহ্নের ব্যবহারেও একটু অসতর্কতা আছে।

শুভেচ্ছা রইল।

২| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১:২০

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: খুব ভাল লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.