নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:০৪

"নারী, তুমিও মানুষ"

ঘুঙুর বা তবলাতে সুর শুনে,
অহেতুক কেঁপে উঠো তুমি
নাটক বা থিয়েটারে।
একাকী নীরবে কেঁদে চলো
কঠিন এক ভুবনে, যেখানে
তোমার ইচ্ছেরা অনবরত
ঘুরপাক খায় গোলাটে কোনো
এক জলাধারে।

চমৎকার অভিনয়ে চলছে তোমার
প্রনয়, ঘরকন্যা অথবা ড্রয়ারের
ভাজে ভাজে এগোয় তোমার
অহেতুক কারুকাজ।
দায়িত্বের বেড়াজালে আবিষ্কার
করো, অন্য রকম এক আবেগ।
ওয়ার্ডরোবের পরতে পরতে
জড়িয়ে আছে বিবর্ণ এক
ভালোবাসার অনুরাগ।

অথচ একদিন তোমারই ছিলো
অন্যরকম এক বিশাল জগৎ,
যেখানে তুমি আজ শুধুই এক
অচেনা অতিথি।
মানুষ নও, নারী হয়ে জন্মেছো
তো...সুগন্ধ বিলাতে তাই,
নিজেই এখন বর্ণহীন, গন্ধহীন
নীরব এক অভিমানী।

তোমার অস্তিত্ব এখন সুর
তোলে অন্য গীটারে।
ভেতরটা ক্ষয়ে ক্ষয়ে শেষ
হয়ে যায়,অচেনা বাঁশীর সুরে।
শব্দহীন কবিতা গুলো তখন
নীরবে, নিভৃতে কেবলই
ছন্দ হারায়।
ক্রুদ্ধ জলের প্রবল তোড়ে
ছন্নছাড়া ক্লান্তিগুলো কাঁদছে
যেন মানুষখেকো
গাছের ছায়ায়।
--------------
জিনাত নাজিয়া
১১/৯/২০২০ ইং।
বসুন্ধরা।






মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২| ০৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৬

জিনাত নাজিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভোগে নয় ত্যাগেই সুখ।

০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২২

জিনাত নাজিয়া বলেছেন: প্রত্যেকের বেলায় কী সেটা হওয়া উচিত নয়?

৪| ০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩১

রানার ব্লগ বলেছেন: বাহ !!

০৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১২

জিনাত নাজিয়া বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.