নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

" তুমি ছিলে"

১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২১

৩-" তুমি ছিলে"

তুমি ছিলে আমার কাছে
রঙ ফাগুনে ফুলের মেলা।
চৈত্র দিনের রোদ দুপুরে ভীষণ
খরায় বৃষ্টি নামা।

তুমি ছিলে আমার কাছে
কল্পলোকের রাজার কুমার।
হারিয়ে যাওয়া স্বপ্ন ঘেরা
ভীষন রকম ভালোলাগার।

তুমি ছিলে আমার কাছে
আঁকা বাঁকা মেঠো নদী।
রঙ তুলিতে এলোমেলো
নীরব জলের ক্লান্ত ছবি।

তোমার ছায়ায় চুপিচুপি স্বপ্ন
বুনে যাই, মেতে উঠি নতুন
প্রানে, সুখের ডেরায়
আসবে তুমি তাই।

ভীষণ ভাবে হার মেনেছি
পদ্ম পাতার নীল সাগরে।
তোমায় ছাড়া আমি যেন
শব্দহীন,অমানিশা অন্ধকারে।
--------------
জিনাত নাজিয়া
৯-৮-২০১০ ইং

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৪

মায়াস্পর্শ বলেছেন: সুন্দর ছন্দময় লেখা। কিন্তু রচনাকাল কেন ১৯১০ এ?
আপনি কি ভুতুরে লেখিকা? :D

১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৪

জিনাত নাজিয়া বলেছেন: ছোট বেলা থেকেই তো একটু সেকটু লেখা লেখির অভ্যাস গড়ে উঠেছে, এর আগের ও কত লেখা আছে। কি দেখে আমায় ভুতুড়ে লেখক বানিয়ে দিলেন বুঝলাম না। কষ্ট করে
আমার লেখা পড়ে প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইলো।

২| ১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৭

জিনাত নাজিয়া বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৪

জটিল ভাই বলেছেন:
তুমিময় অসাধারণ কাব্য ♥

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১২

মায়াস্পর্শ বলেছেন: লেখক বলেছেন: ছোট বেলা থেকেই তো একটু সেকটু লেখা লেখির অভ্যাস গড়ে উঠেছে, এর আগের ও কত লেখা আছে। কি দেখে আমায় ভুতুড়ে লেখক বানিয়ে দিলেন বুঝলাম না। কষ্ট করে
আমার লেখা পড়ে প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইলো।


আপনার কবিতার শেষের দেওয়া তারিখ ভালোমতো দেখুন এবং ঠিক করে নিন। তবে আর ভুতুড়ে লেখিকা বলবো না।
১৯১০ সালে যদি কবিতা লেখেন তবে তো আপনাকে ভুত না বলে উপায় নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.