![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"শূন্যতার বিরম্বনা "
তুমি আমার ভিতরে থাকা গভীর কষ্ট,
অনেক টা আলমারীতে তুলে রাখা পরতে না পারা
কাপড়ের মতো।
তুমি আমার বুকের ভিতর লুকিয়ে থাকা গভীর
এক ভালোবাসা,
যেখানে নেই কোনো প্রাকৃতিক দূর্যোগের ঘনঘটা
তোমায় সরিয়ে নেবার মতো।
আমি দৌড়াচ্ছি কেবলই দৌড়াচ্ছি, অসমাপ্ত
এক শুন্যতার পিছনে, এক শুন্যতা থেকে
আর এক শুন্যতায়।
সব পাওয়া শেষে ভেবেছিলাম সমাপ্তি হবে
বর্নীল এক পূর্নতায়।
কিন্তু আজ নিজের অবয়বে চেয়ে দেখি,সব ফাঁকা,
ভেতর থেকে ধেয়ে আসছে শূন্যতার গর্জন।
যা-কিছু অর্জন করেছি, ভালোবাসা আর মায়ার প্রতিচ্ছবি,
মুহুর্তের মধ্যেই হয়ে গেল বিলিন।
রয়ে গেলাম শুধু আমি এক অস্তিত্ব হীন উপমা।
নামহীন, বর্ণহীন,গন্ধহীন
শূন্যতার এক বিরম্বনা।
--------------
৯/৪/২৫
Z
২| ০৫ ই মে, ২০২৫ রাত ১০:৩৩
শায়মা বলেছেন: সুন্দর শূন্যতার কাব্য!
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০২৫ রাত ১০:৩৩
Sulaiman hossain বলেছেন: মাশাআল্লাহ সুন্দর কবিতা